চঞ্চল মোদক, উত্তর দিনাজপুর: নির্মীয়মান বাড়ির মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ঘটনা। সোমবার রাতে গোয়ালপোখর থানার ফকিরধারা এলাকায় একটি নির্মীয়মান বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
মঙ্গলবার দুপুরে ইসলামপুর জেলার পুলিশ সুপার বিশপ সরকার একটি সাংবাদিক সম্মেলন করে জানান, গোয়ালপোখর থানার ফকিরধারা এলাকায় একটি নির্মীয়মান বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে বলে একটি গোপন সূত্র থেকে খবর পান পুলিশ। সেই সূত্র অনুযায়ী সোমবার রাতে ওই নির্মীয়মান বাড়িতে পুলিশ অভিযান চালায়। এরপর সেই বাড়িতে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় এই আগ্নেয়াস্ত্র ও গুলি।
আরও পড়ুন: রয়েছে পাকা সেতু, তবু যাতায়াত নড়বড়ে বাঁশের সাঁকো দিয়েই, কারণ জানলে অবাক হবেন
মোট ৫ আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি নাইন এমএম, তিনটি সেভেন এমএম, ও একটি দেশি পিস্তল সহ নয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। অন্যদিকে ইসলামপুর পুলিশ জেলা জুড়ে চলছে পুলিশের স্পেসাল নাকা চেকিং। গত কয়েকদিনে ইসলামপুর পুলিশ জেলা জুড়ে মোট ১০ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uttar Dinajpur