Malda News: রয়েছে পাকা সেতু, তবু যাতায়াত নড়বড়ে বাঁশের সাঁকো দিয়েই, কারণ জানলে অবাক হবেন

Last Updated:

স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৫ বছর আগে ব্রিজটি তৈরি হলেও আজও ব্রিজের দুই পাশে অ্যাপ্রোচ রাস্তা তৈরি হয়নি

+
অ্যপ্রোচ

অ্যপ্রোচ রোড নেই

মালদহ: নদীর উপর পাকা সেতু আছে কিন্তু আজ‌ও স্থানীয়দের নদী পারাপারের জন্য ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। ব্রীজের নীচেই বাঁশের সাঁকো দিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে স্থানীয় কয়েক হাজার মানুষকে। দূর থেকে দেখে মনে হবে ধানক্ষেতের মাঝে দাঁড়িয়ে রয়েছে বিশাল একটি ব্রিজ। তবে সেই ব্রীজ এখন‌ও পর্যন্ত ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। কারণ ? অভিযোগ উঠেছে প্রশাসনিক উদাসীনতার। স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৫ বছর আগে ব্রিজটি তৈরি হলেও আজও ব্রিজের দুই পাশে অ্যাপ্রোচ রাস্তা তৈরি হয়নি। এমনকি বিভিন্ন টালবাহনায় ব্রিজ তৈরির পর দুই পাশের রাস্তার জন্য জমি অধিগ্রহণ করতে পারেনি প্রশাসন। যার ফলে আজও মালদহের রতুয়া এক নম্বর ব্লকের দেবীপুর ও ভাদো গ্রাম পঞ্চায়েতের মাঝে সরস্বতী নদী বর্ষার মরশুমে নৌকা ও অন্যান্য সময়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে।
জানা গিয়েছে তিন কোটি টাকা ব্যয়ে ১৫ বছর আগে ব্রিজটি তৈরি হয়েছিল।ব্রিজের যোগাযোগ ব্যবস্থা তৈরি না হওয়ায় এলাকার প্রায় ২০ হাজারেরও বেশি বাসিন্দা চরম সমস্যায় পড়েছেন। ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। কেউ অসুস্থ হয়ে পড়লে বা জরুরি কোনও কাজ থাকলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য জমি দিতে প্রস্তুত রয়েছেন গ্রামের বাসিন্দারা। কিন্তু সরকারের উদাসীন মনোভাব থাকায় এখনও পর্যন্ত জমি অধিগ্রহণ হচ্ছে না। ব্রিজের দুই পাশের রাস্তা তৈরি হলে রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা উপকৃত হবেন। বর্তমানে এই এলাকার বাসিন্দাদের ঘুর পথে রতুয়া-সহ অন্যান্য জায়গায় যেতে হচ্ছে। শুধুমাত্র দেবীপুর গ্রাম পঞ্চায়েত নয় ওই এলাকার অন্যান্য পঞ্চায়েত এলাকার বাসিন্দাদেরও অনেকটাই সুবিধা হবে রাস্তা তৈরি হলে।
advertisement
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, '' ব্রীজ তৈরি হয়েছে, কিন্তু এখনও রাস্তা তৈরি হয়নি। নিত্যদিন চরম সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। বাসের সাঁকো দিয়ে গাড়ি যাতায়াত করতে পারছে না। কোনওরকমে মোটর বাইক চলাচল করতে পারছে। এই রাস্তা তৈরি হলে বহু মানুষ উপকৃত হবেন। প্রশাসনের কাছে আমাদের একটাই আরজি, দ্রুত এই রাস্তা তৈরি হোক।''
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর আগে জমি অধিগ্রহণের জন্য এলাকা পরিদর্শনে গিয়েছিল প্রশাসনিক কর্তারা। গ্রামের বাসিন্দারা জমি দিতেও রাজি হয়েছিলেন। কিন্তু তারপর আর এগয়নি কোনও কিছুই। চলাচলের সুবিধার জন্য এখনও স্থানীয় বাসিন্দারা জমি দিতে রাজি রয়েছেন। তবে অভিযোগ, প্রশাসনের কোনও উদ্যোগ নেই। এদিকে নিত্যদিন চরম সমস্যার মধ্যে দিয়ে কাটছে এলাকার বাসিন্দাদের জীবনযাপন।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: রয়েছে পাকা সেতু, তবু যাতায়াত নড়বড়ে বাঁশের সাঁকো দিয়েই, কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement