Arijit Singh| Bangla News|| হঠাৎ শিলিগুড়িতে হইহই কাণ্ড! জন্মদিনের রাতে ফের শহরে অরিজিৎ? জানুন আসল ঘটনা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Bangla News: সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের দেখানো পথেই অসহায়দের পাশে দাঁড়াতে চান শিলিগুড়ির কেয়া, অনিন্দিতারা...
শিলিগুড়ি: জন্মদিনেই শিলিগুড়িতে পথ চলা শুরু অরিজিৎ সিং ফ্যান ক্লাবের। মঙ্গলবার রাতে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় গায়কের জন্মদিন পালন করেন অরিজিৎ ভক্তরা। সংগঠনের নাম রাখা হয়েছে 'সোল অফ মিউজিক-দ্য অরিজিৎ সিং' ফ্যান ক্লাব শিলিগুড়ি। ৪০ জন সদস্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে ফ্যান ক্লাবের। সঙ্গীত শিল্পীর জন্মদিনে কাটা হয়েছে কেক। বেলুন দিয়ে সাজানো হয়েছিল ঘর। আড়ম্বরতায় কোনও ত্রুটি ছিল না।
শিলিগুড়ির রবীন্দ্রনগরে জন্ম নিয়েছে নয়া এই সংগঠন। কেন এই সংগঠনের ভাবনা? চলতি মাসের ৪ তারিখ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মাতিয়ে গিয়েছেন অরিজিৎ সিং। টানা চার ঘণ্টার কনসার্টে মুগ্ধ সকলে। তারপর যেমন ভাবনা, আজ তারই বহিঃপ্রকাশ। তবে এটা কোনও স্বেচ্ছাসেবী সংগঠন নয়। অরিজিতের সমাজের জন্যে যে ভাবনা, সেই পথেই হাঁটতে চায় 'সোল অফ মিউজিক-দ্য অরিজিৎ সিং' ফ্যান ক্লাবের সদস্যারা, জানিয়েছেন সংগঠনের সদস্যা কেয়া চক্রবর্তী।
advertisement

advertisement
কেয়া জানান, প্রথম দফায় ৪০ জনকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু হল। বর্ষায় অসহায়দের হাতে ছাতা তুলে দেওয়া হবে। দরিদ্র পরিবারের সন্তানদের পাঠ্যবই, খাতা তুলে দেব। এ ভাবেই এগিয়ে চলবে অরিজিতের ভক্তরা। কারণ হিসেবে কেয়া বলেন, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্ট শেষে অরিজিৎ ঘোষণা করেন, আগামী দিনে হাসপাতাল তৈরি করবেন। খেলার মাঠ তৈরি করবেন। স্বল্প খরচায় ইংরেজি মাধ্যম স্কুলও হবে।
advertisement
প্রিয় গায়কের এ হেন ভাবনায় উৎসাহিত তাঁর ফ্যানেরা। আজ দিনভর সোশ্যাল মিডিয়ায় অরিজিতের জন্যে শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দেন তাঁর অনুগামীরা। কিন্তু শিলিগুড়ির কেয়া, গার্গী, চিত্রলেখা, অনিন্দিতা, রিম্পারা নয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বলাই যায়। শিলিগুড়িতে কিশোর কুমার ফ্যান ক্লাব, কুমার শানু ফ্যান ক্লাব, সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যান ক্লাব, আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ফ্যান ক্লাবও আছে। এ বারে আরও এক সঙ্গীত শিল্পীর ফ্যান ক্লাব সেই তালিকায় যুক্ত হল।
advertisement
পার্থপ্রতিম সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 9:00 AM IST