সৌমিতৃষার জীবনে নতুন প্রেম! 

প্রায় ৭৫০ পর্ব রমরম করে পেরিয়ে গেলেও মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা এতটুকু কমেনি 

তবে সিরিয়ালের পর্দায় উচ্ছেবাবুর প্রেমে পাগল হলেও বাস্তবে মিঠাই অন্য একজনের প্রেমে পড়েছেন 

তবে কাঁচা পেঁয়াজের মধ্যে রয়েছে বহু গুণাগুণ। 

প্রথমে আদৃত রায়ের শোনা গেলেও পরে জানা যায় ঘটনা আদৌ তেমন নয় 

দিদিয়া অর্থাৎ কৌশাম্বীর সঙ্গে প্রেম করছিলেন উচ্ছেবাবু

শোনা গিয়েছিল আদৃতকেই এক সময় মন দিয়ে বসেছিলেন সৌমিতৃষা। কিন্তু সে সব এখন অতীত 

টেলিপাড়া এখন মজেছে মিঠাই-র প্রেমের খবরে

 মিঠাই নাকি প্রেম করছেন নায়ক দিব্যজ্যোতি দত্তের সঙ্গে 

তবে এই খবর কতটা সত্যি তা অবশ্য জানা যায়নি

তবে পর্দার মিঠাই এবং সূর্য মুখে কুলুপ এঁটে রয়েছেন দু'জনেই 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন