Amrit Bharat Station: জলপাইগুড়ি রোড ও ধূপগুড়ি স্টেশন পাচ্ছে নতুন রূপ, ফুটে উঠবে উত্তরবঙ্গের সংস্কৃতি
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Amrit Bharat Station: কোথাও সিংহদুয়ার, কোথাও মন্দির কিংবা কোথাও রয়েছে রাভা-মেচ জনজাতির ছোঁয়া! জলপাইগুড়ি রোড এবং ধূপগুড়ির স্টেশন সাজছে এমনই নতুন গল্পের মোড়কে। উত্তরবঙ্গের বৈশিষ্ট্যকে ছড়িয়ে দিতেই রেলের অভিনব উদ্যোগ।
জলপাইগুড়ি: কোথাও সিংহদুয়ার, কোথাও মন্দির কিংবা কোথাও রয়েছে রাভা-মেচ জনজাতির ছোঁয়া! জলপাইগুড়ি রোড এবং ধূপগুড়ির স্টেশন সাজছে এমনই নতুন গল্পের মোড়কে। উত্তরবঙ্গের বৈশিষ্ট্যকে ছড়িয়ে দিতেই রেলের অভিনব উদ্যোগ। রেলের পরিকাঠামোয় ধরা পড়ছে উত্তরবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ। একদিকে রাজকীয় ইতিহাস, অন্যদিকে আধ্যাত্মিক পরম্পরা—দুয়ের সংমিশ্রণে নতুন রূপ পাচ্ছে জলপাইগুড়ির দুই গুরুত্বপূর্ণ রেল স্টেশন। শতাব্দী প্রাচীন বৈকুন্ঠপুর রাজবাড়ির আদলেই নির্মাণ হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন।
আরও পড়ুনঃ পেটে কিলবিল করবে কৃর্মি, হবে বমি-ডায়রিয়া…! বর্ষায় এই ৪ সবজিতে লুকিয়ে থাকে ‘মৃত্যুর বীজ’
সম্প্রতি স্টেশনের নতুন নকশা প্রকাশ্যে আনে রেল কর্তৃপক্ষ। থাকবে রাজপ্রাসাদের মতো বিল্ডিং, আর প্রবেশদ্বার তৈরি হবে ঠিক রাজবাড়ির সিংহদুয়ারের আদলে। অন্যদিকে, অঙ্কনের মধ্য দিয়ে ফুটে উঠবে উত্তরবঙ্গের রাভা-মেচ জনজাতিদের সংস্কৃতি সংক্রান্ত বার্তা। সাংসদ ডাঃ জয়ন্ত রায় জানান, “আমরা চাইছি স্থানীয় সংস্কৃতির পরিচয় উঠে আসুক রেল পরিকাঠামোয়।” এদিকে ধূপগুড়ি রেল স্টেশন গড়ে উঠছে জল্পেশ শিবমন্দিরের আদলে। শৈব তীর্থের মতোই নির্মাণশৈলী, গম্বুজ ও খিলান—সবেতেই থাকবে মন্দিরের ছোঁয়া। রেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করে নকশা সংক্রান্ত বেশ কিছু বিষয়ের উপর মত বিনিময়ও করেন সাংসদ।
advertisement
advertisement
দুই স্টেশনেই চলছে ‘অমৃত ভারত প্রকল্প’-এর কাজ। যদিও ধূপগুড়ি স্টেশনে কিছু টেকনিক্যাল কারণে কাজের গতি খানিক ধীর, তবে রেলের তরফে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাংসদ জানান, নিউ মাল, ধূপগুড়ি এবং জলপাইগুড়ি রোড—এই তিন স্টেশনে প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশা। এই উদ্যোগ শুধু পরিকাঠামো নয়, তুলে ধরবে উত্তরবঙ্গের গর্ব, ইতিহাস আর বিশ্বাসের প্রতীকগুলোকেও।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 4:18 PM IST