Amrit Bharat Express: বিরাট খবর! মালদহ থেকে চালু হচ্ছে 'অমৃত ভারত' এক্সপ্রেস! কোথায় যাবে? লাখ মানুষের সুবিধা

Last Updated:

Amrit Bharat Express: রবিবার রাতে ট্রেন পৌঁছবে বেঙ্গালুরু। শুক্রবার মালদহ টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদহের ডিআরএম বিকাশ চৌবে।

মালদহ থেকে অমৃত ভারত এক্সপ্রেস
মালদহ থেকে অমৃত ভারত এক্সপ্রেস
মালদহ: মালদহ টাউন স্টেশন থেকে চালু হচ্ছে ‘অমৃত ভারত’ এক্সপ্রেস। মালদহ থেকে বেঙ্গালুরু পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। ইতিমধ্যেই মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছেছে নতুন ট্রেন। ৪২ ঘন্টায় মালদহ থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেন। ঘন্টায় গতিবেগ হবে ১৩০ কিলোমিটার।
সব মিলিয়ে ২২ টি কামরা থাকবে এই ট্রেনে। যার মধ্যে আটটি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছ্বন্দ্য়ের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা থাকবে এই ট্রেনে।
advertisement
advertisement
আগামিকাল, শনিবার সকাল ১১টায় মালদহ টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হবে। পরদিন অর্থাৎ রবিবার রাতে ট্রেন পৌঁছবে বেঙ্গালুরু। শুক্রবার মালদহ টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদহের ডিআরএম বিকাশ চৌবে। উপস্থিত ছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী।
advertisement
দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলবে মালদহ হয়ে। মালদহ টাউন স্টেশনের মুকুটে ‘অমৃত ভারত’ এক্সপ্রেস নতুন পালক। এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Amrit Bharat Express: বিরাট খবর! মালদহ থেকে চালু হচ্ছে 'অমৃত ভারত' এক্সপ্রেস! কোথায় যাবে? লাখ মানুষের সুবিধা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement