হোলির রঙ তখনও লেগে গায়ে, হঠাৎ বুনো জন্তু তেড়ে এল...! আতঙ্ক, আক্রমণে আহত ২

Last Updated:

Bangla News: আচমকাই এলাকায় প্রবেশ করে এক বাইসন। বাইসনটিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখেন বেশ কিছু মানুষ। এরপরেই বাইসনের আক্রমণে আহত হন দু'জন।

বাইসন
বাইসন
বানেশ্বর: হোলির আনন্দের মাঝেই আতঙ্ক ছড়িয়ে পড়ল বানেশ্বর এলাকায়। বন্য প্রাণের আক্রমণে আহত হলেন দু’জন স্থানীয় বাসিন্দা। এদিন কোচবিহারের বানেশ্বরের বড়বাড়ি এলাকায় আচমকাই প্রবেশ করে এক বাইসন। স্থানীয় কিছু মানুষেরা বাইসনটিকে ঘুরে বেড়াতে দেখেন লোকালয়ের মাঝে চাষের জমিতে।
মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উৎসুক মানুষ বাইসন দেখতে ভিড় জমালে বাইসনের আক্রমণে আহত হন দু’জন ব্যক্তি। তারপরেই খবর পাঠানো হয় কোচবিহার বন দফতরের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয়ে বন দফতরের কর্মীরা।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, \”এদিন সকালবেলা আচমকাই এলাকায় প্রবেশ করে এক বাইসন। বাইসনটিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখেন বেশ কিছু স্থানীয় মানুষ। এরপরেই বাইসনের আক্রমণে আহত হন দু’জন একজনের নাম অজিত রায়, তাঁর বয়স ৫৫ বছর। অপরজনের নাম দিবালোক ভৌমিক, তাঁর বয়স ২৩ বছর। তাঁদের দুজনকেই দ্রুত উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। বর্তমান সময়ে এলাকায় বন দফতরের কর্মীরা বাইসনটিকে আটক করার চেষ্টা চালাচ্ছেন।\”
advertisement
বন দফতর সূত্রে জানতে পারা গিয়েছে, \”বাইসনের লোকালয়ে প্রবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন দফতরের এর কর্মীরা সেই এলাকায় যায়। ততক্ষণে বাইসনের আক্রমণে দু’জন আহতের ঘটনা ঘটেছে। যদিও দুজনকেই দ্রুত এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমান সময়ে বাইসনটির গতিবিধি নজরে রাখা হচ্ছে। এছাড়া বাইসনটিকে উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়েছে।\” আচমকাই হোলির আনন্দের মাঝে বন্যপ্রাণের আগমনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এছাড়া বন্যপ্রাণের আক্রমণে আহত ব্যক্তিদের বাড়ির মানুষেরা রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হোলির রঙ তখনও লেগে গায়ে, হঠাৎ বুনো জন্তু তেড়ে এল...! আতঙ্ক, আক্রমণে আহত ২
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement