ফুলশয্যার রাত, মধুর মিলন শেষে অন্ধকারে 'বিকট' আর্তনাদ! ...তার পর যা ঘটল, বদলে গেল নববধূর জীবন!

Last Updated:
Wedding Night: বিয়ের পর আনন্দের সঙ্গেই নববধূকে বাড়িতে নিয়ে আসেন তিনি। নববিবাহিত দম্পতির প্রথম রাত। ঘরে স্নিগ্ধ আলো, বউভাতের ক্লান্তি, নতুন জীবনের স্বপ্ন। মধুর মিলনের পর রাত গভীর হতেই বর উঠে গেলেন বাথরুমে। তার পরেই...!
1/8
নববিবাহিত দম্পতির প্রথম রাত। ঘরে স্নিগ্ধ আলো, বউভাতের ক্লান্তি, নতুন জীবনের স্বপ্ন। মধুর মিলনের পর রাত গভীর হতেই বর উঠে গেলেন বাথরুমে। তার পরই শোনা গেল এক প্রচণ্ড শব্দ!
নববিবাহিত দম্পতির প্রথম রাত। ঘরে স্নিগ্ধ আলো, বউভাতের ক্লান্তি, নতুন জীবনের স্বপ্ন। মধুর মিলনের পর রাত গভীর হতেই বর উঠে গেলেন বাথরুমে। তার পরই শোনা গেল এক প্রচণ্ড শব্দ!
advertisement
2/8
চিৎকার করে উঠলেন নববধূ। পরিবারের লোকেরা ছুটে এলেন। ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবাক পরিবার। এমন ঘটনা যে বিয়ের রাতেই ঘটবে কেউ ভাবেনি।
চিৎকার করে উঠলেন নববধূ। পরিবারের লোকেরা ছুটে এলেন। ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবাক পরিবার। এমন ঘটনা যে বিয়ের রাতেই ঘটবে কেউ ভাবেনি।
advertisement
3/8
শাহজাহানপুরের বাসিন্দা অমিত কুমার পেশায় ছিলেন নার্সারি কর্মী। চলতি বছরের ৭ মার্চ হাপুরের গড়মুক্তেশ্বরে তাঁর বিয়ে হয়। তবে ফুলশয্যা বা সোহাগরাতের সুখ বেশি দিন স্থায়ী হল না।
শাহজাহানপুরের বাসিন্দা অমিত কুমার পেশায় নার্সারি কর্মী। চলতি বছরের ৭ মার্চ হাপুরের গড়মুক্তেশ্বরে তাঁর বিয়ে হয়। তবে ফুলশয্যা বা সোহাগরাতের সুখ স্থায়ী হল না।
advertisement
4/8
বিয়ের পর আনন্দের সঙ্গেই নববধূকে বাড়িতে নিয়ে আসেন তিনি। কিন্তু বিয়ের রাতেই ঘটে দুর্ঘটনা। রাত ২টোর সময় বর অমিত বাথরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে ওঠেন। সিঁড়ি দিয়ে বাথরুমে ওঠার সময় পা পিছলে পড়ে যান তিনি।
বিয়ের পর আনন্দের সঙ্গেই নববধূকে বাড়িতে নিয়ে আসেন তিনি। কিন্তু বিয়ের রাতেই ঘটে দুর্ঘটনা। রাত ২টোর সময় বর অমিত বাথরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে ওঠেন। সিঁড়ি দিয়ে বাথরুমে ওঠার সময় পা পিছলে পড়ে যান তিনি।
advertisement
5/8
উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এই ঘটনা বদলে দিল এক তরুণীর জীবনের গল্প। বাথরুমে যাওয়ার পথে সিঁড়িতে পা পিছলে পড়েন বর অমিত কুমার। সিঁড়ির ধাপে আঘাত লেগে মুহূর্তেই শুরু হয় রক্তক্ষরণ। মাথায় আঘাত এতটাই মারাত্মক ছিল যে সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র রক্তক্ষরণ।
উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এই ঘটনা বদলে দিল এক তরুণীর জীবনের গল্প। বাথরুমে যাওয়ার পথে সিঁড়িতে পা পিছলে পড়েন বর অমিত কুমার। সিঁড়ির ধাপে আঘাত লেগে মুহূর্তেই শুরু হয় রক্তক্ষরণ। মাথায় আঘাত এতটাই মারাত্মক ছিল যে সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র রক্তক্ষরণ।
advertisement
6/8
বিয়ের রাতেই, রাত ২টা নাগাদ বাথরুমে যাওয়ার জন্য বিছানা ছাড়েন তিনি। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যান। ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
বিয়ের রাতেই, রাত ২টা নাগাদ বাথরুমে যাওয়ার জন্য বিছানা ছাড়েন তিনি। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যান। ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
advertisement
7/8
বরের আর্তচিৎকার শুনে ছুটে আসেন নববধূ। স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন তিনি। পরিবারের সদস্যরা দৌড়ে এসে দ্রুত তাঁকে কিথোরের হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির এমসে স্থানান্তরিত করা হয়।
বরের আর্তচিৎকার শুনে ছুটে আসেন নববধূ। স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন তিনি। পরিবারের সদস্যরা দৌড়ে এসে দ্রুত তাঁকে কিথোরের হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির এমসে স্থানান্তরিত করা হয়।
advertisement
8/8
টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মৃত্যু হয় অমিতের। সন্ধ্যায় পরিবারের লোকজন মরদেহ নিয়ে গ্রামে ফেরেন এবং শেষকৃত্য সম্পন্ন করেন। নতুন সংসার শুরুর কয়েক দিনের মধ্যেই এক নারীর জীবনে নেমে এল চরম শোক। বিয়ের খুশি এক মুহূর্তে পরিণত হল অন্ধকারে।
টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মৃত্যু হয় অমিতের। সন্ধ্যায় পরিবারের লোকজন মরদেহ নিয়ে গ্রামে ফেরেন এবং শেষকৃত্য সম্পন্ন করেন। নতুন সংসার শুরুর কয়েক দিনের মধ্যেই এক নারীর জীবনে নেমে এল চরম শোক। বিয়ের খুশি এক মুহূর্তে পরিণত হল অন্ধকারে।
advertisement
advertisement
advertisement