Ambulance Accident: রোগীকে প্রাণে বাঁচাতে রাস্তা দিয়ে দৌড়চ্ছিল অ্যাম্বুলেন্স, সজোরে ধাক্কা মারতেই দেশলাই বাক্সের খোলার মতো তুবড়ে গেল অ্যাম্বুলেন্সই, তারপর

Last Updated:

Ambulance Accident: রোগী প্রাণে বাঁচলেও প্রাণ গেল পরিজনের! ময়নাগুড়িতে ভয়াবহ অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা

দুর্ঘটনায় মৃত এক আহত সাত
দুর্ঘটনায় মৃত এক আহত সাত
জলপাইগুড়ি: বরাত জোরে প্রাণে বাঁচল রোগী, প্রাণ হারাল অ্যাম্বুলেন্সে থাকা পরিবারের এক সদস্যের! এদিন বৃষ্টিভেজা সড়কে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল ধূপগুড়িবাসী। ঘটনায় মৃত ১, আহত ৬।
জাতীয় সড়কে ফের প্রাণঘাতী দুর্ঘটনা। সোমবার দুপুরে ধূপগুড়ি-ময়নাগুড়ি জাতীয় সড়কের হলহলিয়া ফ্লাইওভার সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে একটি অ্যাম্বুলেন্স।
ঘটনাস্থলেই প্রাণ হারান এক মহিলা, আহত হয়েছেন আরও ছ’জন। সূত্র মারফত জানা গেছে, বীরপাড়া থেকে এক রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু হলহলিয়া ফ্লাইওভারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে, একই লাইনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
দুর্ঘটনার জেরে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক এক মহিলাকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
advertisement
পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে যে ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে, সেটি দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাধারণ মানুষের মনে উঠছে প্রশ্ন, নিয়ন্ত্রণ হারাল কেন অ্যাম্বুলেন্স? অতিরিক্ত গতি, নাকি চালকের অসতর্কতা? চলছে পুলিশি তদন্ত।
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ambulance Accident: রোগীকে প্রাণে বাঁচাতে রাস্তা দিয়ে দৌড়চ্ছিল অ্যাম্বুলেন্স, সজোরে ধাক্কা মারতেই দেশলাই বাক্সের খোলার মতো তুবড়ে গেল অ্যাম্বুলেন্সই, তারপর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement