Rhino Attack: শীতের সকালে আলিপুরদুয়ারে হাড়হিম কাণ্ড! লোকালয়ে গণ্ডার, দাপাদাপি করতে গিয়ে পড়ল পুকুরে, বাগে আনতে হিমশিম খাচ্ছে বন দফতর
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Alipurduar Rhino Attack: কখনও পুকুর পাড় আবার কখনও চা বাগানে ছুটতে দেখা যায় তাকে। বৃহস্পতিবার সকাল থেকেই গণ্ডার দেখে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের নতুনপাড়া এলাকায়।
আলিপুরদুয়ার, অনন্যা দে: ঘন কুয়াশা ভেদ করে জঙ্গল থেকে লোকালয়ে ছুটে এল সে। কখনও পুকুর পাড় আবার কখনও চা বাগানে ছুটতে দেখা যায় তাকে। বৃহস্পতিবার সকাল থেকেই গণ্ডার দেখে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের নতুনপাড়া এলাকায়।
এদিন সকালবেলা জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি এক শৃঙ্গ গণ্ডার। আচমকা গণ্ডারটিকে এলাকায় দৌড়তে দেখে ভয়ে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: ঝপাঝপ পারদ পড়তেই তীব্র সংকটে গাঁদা চাষ! সরস্বতী পুজোয় ফুলের পিছনে বাড়বে বাজেট, আশঙ্কা সব মহলে
advertisement
জানা যায়, গণ্ডারটি লোকালয়ের ভিতর দিয়ে দাপিয়ে বেড়ানোর সময় একটি পুকুরে পড়ে যায়। কিছু সময় পুকুরে থাকার পর সেখান থেকে উঠে আবার দৌড়তে শুরু করে সে। গণ্ডারের এই অপ্রত্যাশিত উপস্থিতিতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাননি। আলিপুরদুয়ারে এমন ঘটনা রীতিমতো হাড় হিম করছে বাসিন্দাদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জলদাপাড়া বনবিভাগের একটি বিশেষ দল। গণ্ডারটিকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য বনকর্মীরা নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। বন দফতরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং গণ্ডারের কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানান হয়েছে। এলাকায় বনবিভাগের কর্মীদের নজরদারি বাড়ান হয়েছে। এলাকায় বাজি পোড়ান হচ্ছে যাতে গণ্ডারটিকে সহজেই জঙ্গলে প্রবেশ করানো যায়। জলদাপাড়া বন বিভাগের ট্রাঙ্কুলাইজ টিম এসেছে এলাকায়। বন বিভাগের কর্মীদের তরফে নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে ওই গণ্ডারটিকে নিজের জায়গায় ফেরানোর। দেখার বিষয় কতক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর সেই দিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 08, 2026 2:37 PM IST






