Alipurduar News: বড় মেলা-ধর্মীয় উৎসবই ছিল টার্গেট! সেই কুখ্যাত গ্যাংকে পাকড়াও করল আলিপুরদুয়ার পুলিশ, ফিরল স্বস্তি

Last Updated:

Alipurduar News: রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক মহোৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান প্রাঙ্গনে একের পর এক ভক্তদের গলার সোনার চেন চুরির অভিযোগ আসতে থাকে। জানা গিয়েছে, আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকার সোনার অলংকার চুরির অভিযোগ এসেছিল।

আলিপুরদুয়ার থানায় ধৃতরা
আলিপুরদুয়ার থানায় ধৃতরা
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ আলিপুরদুয়ার পুলিশের জালে কুখ্যাত চোরের গ্যাং। বড় মেলা বা কোনও ধর্মীয় উৎসব টার্গেট থাকে তাঁদের। সেইসব জায়গায় পৌঁছে চুরি, ছিনতাই করার ঘটনা এর আগেও ঘটিয়েছে তাঁরা। এবার এই দুষ্কৃতীদের গ্যাংকে পাকড়াও করল আলিপুরদুয়ার জেলা পুলিশ।
আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ধর্মীয় অনুষ্ঠান থেকে সোনা চুরির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে বড় সাফল্য পুলিশের। ১৪ জন মহিলা সহ মোট ১৮ জনের গ্যাং এখন পুলিশের জালে। রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক মহোৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবে পশ্চিমবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ও অসম থেকেও হাজার হাজার মানুষের সমাগম হয়। সেই অনুষ্ঠান প্রাঙ্গণে একের পর এক ভক্তদের গলার সোনার চেন চুরির অভিযোগ আসতে থাকে।
advertisement
আরও পড়ুনঃ বিনা পয়সায় পছন্দের পোশাক থেকে পেটপুরে দুপুরের খাবার! শতাধিক পরিবারের মুখে ফুটল হাসি, জঙ্গলমহল জুড়ে উৎসবের আবহ
জানা গিয়েছে, আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকার সোনার অলংকার চুরির অভিযোগ এসেছিল। এই খবর পেতেই আলিপুরদুয়ার থানার পুলিশ উৎসব প্রাঙ্গন থেকে ৩ জন সন্দেহভাজনকে আটক করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে সোনা চুরির বড় গ্যাংয়ের খোঁজ পায় পুলিশ। এরপরেই গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গতকাল গভীর রাতে সোনা লুটের গ্যাংয়ের বাকি সদস্যদের আলিপুরদুয়ার জংশন এলাকা থেকে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। এই ঘটনায় সোনা লুটে ব্যবহৃত দু’টি বিলাসবহুল গাড়ি আটক করেছে পুলিশ। মোট ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জন মহিলা রয়েছেন। অভিযুক্তরা প্রত্যেকে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার বাসিন্দা। তাঁদের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নগদ ও দু’টি সোনার চেন উদ্ধার করে পুলিশ। সোমবার অভিযুক্তদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বড় মেলা-ধর্মীয় উৎসবই ছিল টার্গেট! সেই কুখ্যাত গ্যাংকে পাকড়াও করল আলিপুরদুয়ার পুলিশ, ফিরল স্বস্তি
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement