Alipurduar News: পেট্রোল পাম্প থেকে আগুনের লেলিহান শিখা, খবর পেয়েই ছুটল দমকল! বারবার অগ্নিকাণ্ডে আতঙ্ক বাড়ছে আলিপুরদুয়ারে

Last Updated:

Alipurduar News: ফের বড় অগ্নিকাণ্ডের থেকে অল্পের জন্য রক্ষা পেল আলিপুরদুয়ার শহর। এবার আগুন শহরের একটি পেট্রোল পাম্পে।

দমকলের ইঞ্জিন
দমকলের ইঞ্জিন
আলিপুরদুয়ার, অনন্যা দে: ফের বড় অগ্নিকান্ডের থেকে অল্পের জন্য রক্ষা পেল আলিপুরদুয়ার শহর। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে আলিপুরদুয়ার ও আশপাশের এলাকায় ঘটেছে চারটি আগুন লাগার ঘটনা। সোমবার রাতে আলিপুরদুয়ার শহর সংলগ্ন শোভাগঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পে হঠাৎ আগুন দেখা যায়।
স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আলিপুরদুয়ার শহর সংলগ্ন এলাকায় বারে বারে আগুন লাগার ঘটনায় বাড়ছে উদ্বেগ। উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সোমবার শীতের  রাতের নিস্তব্ধতায় আগুন ও ঘন ধোঁয়া বের হতে দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন পাম্পের কর্মীরা। দ্রুত খবর দেওয়া হয় দমকল ও আলিপুরদুয়ার থানায়।
advertisement
advertisement
খবর পেয়ে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন ও আলিপুরদুয়ার থানার পুলিশ কর্মীরা। দমকল কর্মীরা দ্রুত  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গেল বলে দাবি স্থানীয় ও দমকল কর্মীদের। পেট্রোল পাম্পে আগুন লাগার মত ঘটনায় বিপুল ক্ষতির সম্ভাবনা ছিল। তবে সময়মতো পদক্ষেপের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে টানা অগ্নিকান্ডের জেরে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তারা জানান, বারবার আগুন লাগার ঘটনায় আতঙ্ক বাড়ছে। দ্রুত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি করেন এলাকাবাসী। কীভাবে আগুন লাগল তা জানতে দমকল ও পুলিশ তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: পেট্রোল পাম্প থেকে আগুনের লেলিহান শিখা, খবর পেয়েই ছুটল দমকল! বারবার অগ্নিকাণ্ডে আতঙ্ক বাড়ছে আলিপুরদুয়ারে
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement