Alipurduar News: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! জোড়া শিল্প পার্ক পেতে চলেছে আলিপুরদুয়ার, হবে প্রচুর কর্মসংস্থান
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
আলিপুরদুয়ার জেলায় একসঙ্গে দুটি শিল্প পার্কের উদ্বোধন হতে চলেছে
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার এথেলবাড়ি ও ভুটান সীমান্ত জয়গাঁ, এই দুই স্থানের শিল্প পার্ক করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ২০২২ সাল থেকে শিল্প পার্ক কাজ শুরু হয়, ২০২৫ মার্চ মাসে কাজ শেষ হওয়ার কথা। যদিও কিছু কাজ বাকি রয়েছে। তবে এই শিল্প পার্ক হলে এলাকার যুব সমাজের কর্ম সংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
আলিপুরদুয়ার জেলার বন্ধ চা বাগান, রুগ্ন চা বাগান থেকে বহু মানুষ কাজের সন্ধানে ভিন রাজ্যে যায়। তারা আশা করছেন নিজ জেলায় কাজের। কিন্ত পুরোপুরি শিল্প পার্ক কবে গড়ে উঠবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আলিপুরদুয়ার জেলার সীমান্ত শহর জয়গাঁ, এথেলবাড়ি ও তার আশপাশের বাসিন্দাদের মনে।
advertisement
advertisement
গত ২০২২ সালে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে প্রায় ১০ কোটি ৮৭ লক্ষ ৩৯ হাজার টাকা বরাদ্দে জয়ঁগায় শুরু হয় এই শিল্প পার্ক তৈরির কাজ। ৩৭ একর জমিতে গড়ে ওঠা এই শিল্প পার্কটিতে রয়েছে ৩৬ টি প্লট। ২০২৫ সালের মার্চে সেই কাজ সমাপ্তের কথা বলা হলেও এখনও বাকি রয়েছে বেশ কাজ। পাশাপাশি, বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই শিল্প পার্ক যাওয়ার রাস্তাটি। যা নিয়ে সম্প্রতি আলিপুরদুয়ার সফরে এসে প্রশাসনিক সভায় ক্ষোভ জাহির করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়গাঁ শিল্প পার্ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা জানান, “বর্তমানে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। যা শেষ হতে প্রায় ছয় মাস সময় তো লাগবেই। ফলে সেখানে শিল্প গড়ে উঠতে লাগবে আরও অনেকটা সময়। যদিও জেলাশাসক আর বিমলা জানান, “আগামী মে মাসের মধ্যে শিল্প পার্ক চালু করার লক্ষ্য রয়েছে আমাদের। দ্রুতগতিতে চলছে কাজ।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 2:34 PM IST
