Book Fair: মোবাইল ছেড়ে বইয়ে মন! সন্ধ্যা নামলেই বইমেলায় ছুটে আসছে কচিকাঁচারা, ছোট্ট আইডিয়ায় বড় সাফল্য

Last Updated:

Book Fair: বর্তমান সময়ে মোবাইলে আসক্ত বহু শিশু। তবে আলিপুরদুয়ারের বইমেলায় দেখা গেল অন্য ছবি। কচিকাঁচাদের এই ভিড় দেখে খুশি ব্যবসায়ীরা। ছোট্ট আইডিয়াতেই মিলল এই সাফল্য।

+
আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার বইমেলা

আলিপুরদুয়ার, অনন্যা দেঃ মোবাইল ফোন থেকে চোখ সরিয়ে গল্পের বই পড়তে আগ্রহ দেখাচ্ছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার কচিকাঁচারা। সন্ধ্যে হলেই বইমেলায় গেলে দেখা যায়, অভিভাবকদের হাত ধরে বই পড়তে মেলায় প্রবেশ করছে তাঁরা। পছন্দের বই রহস্য এবং ভূতের গল্প।
আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে বইমেলা চলছে। এই বইমেলার প্রতিটি স্টল ঘুরলে দেখা যাবে প্রায় সব স্টলেই রয়েছে রহস্য এবং ভূতের গল্পের বইয়ের সম্ভার। বই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, খুদে পড়ুয়াদের কথা মাথায় রেখেই তাঁরা এই বইগুলি বেশি রেখেছেন। পাশাপাশি ছোটদের গল্পের বইও রাখা হয়েছে।
আরও পড়ুনঃ ৬ মাস ধরে পিএফ বন্ধ! রাতারাতি বন্ধ হয়ে গেল ডুয়ার্সের চা বাগান, অথৈ জলে ২২০০ শ্রমিক
বর্তমান সময়ে মোবাইলে বেশি আসক্ত শিশুরা। অভিভাবক মহলের মুখে প্রায়ই অভিযোগ শোনা যায়, স্কুলের পড়ার বই ছাড়া বেশিরভাগ সময় মোবাইলে গেম খেলেই সময় অতিবাহিত করে পড়ুয়ারা। সেই কারণে স্কুলগুলিতেও মাঝেমধ্যে সচেতনতা শিবির আয়োজন করা হয়। মেডিটেশন ক্লাস পর্যন্ত করানো হয় পড়ুয়াদের। যাতে তাঁদের মন স্থির থাকে। এই আবহে আলিপুরদুয়ারের বইমেলায় শিশুদের আসতে দেখে অবাক হয়েছেন বই ব্যবসায়ীরা। কচিকাঁচাদের নিয়ে আসার জন্য অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
মেলায় গেলেই দেখা যাচ্ছে, অভিভাবকরা তাঁদের সন্তানদের এনে বিভিন্ন বই পড়াচ্ছেন। লেখক পরিচিতি করিয়ে দিচ্ছেন। মাধুর্য দাস নামের এক খুদে পড়ুয়া জানায়, “মায়ের হাত ধরে বইমেলায় এসেছি। গোপাল ভাঁড় পড়তে ভাললাগে। এবার ভূতের গল্পের বই নিয়েছি।” রহস্য ও ভূতের গল্পের প্রতি ঝোঁক রয়েছে আরসি চক্রবর্তী নামে আরেক খুদে পড়ুয়ারও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্লভ দাস নামের এক বই ব্যবসায়ী জানান, “ছোটদের গল্পের বইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করাতে প্রায় প্রতিটি স্টলেই ভূতের গল্পের বই, রহস্যের বই এবং ছোটদের কমিকসগুলি রাখা হয়েছে। ছোট ছোট পড়ুয়ারা এসে পড়ছে এই দেখেই আমরা খুশি।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Book Fair: মোবাইল ছেড়ে বইয়ে মন! সন্ধ্যা নামলেই বইমেলায় ছুটে আসছে কচিকাঁচারা, ছোট্ট আইডিয়ায় বড় সাফল্য
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement