Tea Garden: ৬ মাস ধরে পিএফ বন্ধ! রাতারাতি বন্ধ হয়ে গেল ডুয়ার্সের চা বাগান, অথৈ জলে ২২০০ শ্রমিক

Last Updated:
Tea Garden Closed: চা বাগান বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্ধকারে চলে গেল বাগানে কর্মরত ২২০০ শ্রমিকের ভবিষ্যৎ। অভিযোগ, রাতেই বন্ধের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে যায় মালিকপক্ষ।
1/5
বেতনের নামে শুধু তারিখের পর তারিখ, আশ্বাস মিললেও মিলছে না প্রাপ্য মজুরি। এর প্রতিবাদ জানালেই মালিকপক্ষ বন্ধ করে চলে যাচ্ছে চা বাগান। বুধবার বন্ধ হয়ে গেল ভার্ণাবাড়ি চা বাগান। কালচিনি ব্লকে এই নিয়ে ৩টি চা বাগান বন্ধ হল। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
বেতনের নামে শুধু তারিখের পর তারিখ, আশ্বাস মিললেও মিলছে না প্রাপ্য মজুরি। এর প্রতিবাদ জানালেই মালিকপক্ষ বন্ধ করে চলে যাচ্ছে চা বাগান। বুধবার বন্ধ হয়ে গেল ভার্ণাবাড়ি চা বাগান। কালচিনি ব্লকে এই নিয়ে ৩টি চা বাগান বন্ধ হল। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
ডুয়ার্সের ভার্ণাবাড়ি চা বাগান বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্ধকারে চলে গেল বাগানে কর্মরত ২২০০ শ্রমিকের ভবিষ্যৎ। অভিযোগ, রাতেই বন্ধের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে যায় মালিকপক্ষ। এদিন সকালে বাগানে এসে শ্রমিকরা দেখতে পান, গেটে নোটিশ ঝুলছে। অভিযোগ, বাগানের শ্রমিকদের ৬ মাস ধরে পিএফ জমা হচ্ছে না।
ডুয়ার্সের ভার্ণাবাড়ি চা বাগান বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্ধকারে চলে গেল বাগানে কর্মরত ২২০০ শ্রমিকের ভবিষ্যৎ। অভিযোগ, রাতেই বন্ধের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে যায় মালিকপক্ষ। এদিন সকালে বাগানে এসে শ্রমিকরা দেখতে পান, গেটে নোটিশ ঝুলছে। অভিযোগ, বাগানের শ্রমিকদের ৬ মাস ধরে পিএফ জমা হচ্ছে না।
advertisement
3/5
আলিপুরদুয়ার জেলায় এই নিয়ে বন্ধ রয়েছে মোট ৫টি চা বাগান। কালচিনি ব্লকের মধু, দলসিংপাড়া, ভার্ণাবাড়ি চা বাগান বন্ধ রয়েছে। বীরপাড়া মাদারিহাট ব্লকের রামঝোরা এবং লঙ্কাপাড়া চা বাগানও বন্ধ। ইতিমধ্যেই ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ও রায়মাটাং চা বাগানের শ্রমিকদের আন্দোলন আরও তীব্র আকার নিয়েছে।
আলিপুরদুয়ার জেলায় এই নিয়ে বন্ধ রয়েছে মোট ৫টি চা বাগান। কালচিনি ব্লকের মধু, দলসিংপাড়া, ভার্ণাবাড়ি চা বাগান বন্ধ রয়েছে। বীরপাড়া মাদারিহাট ব্লকের রামঝোরা এবং লঙ্কাপাড়া চা বাগানও বন্ধ। ইতিমধ্যেই ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ও রায়মাটাং চা বাগানের শ্রমিকদের আন্দোলন আরও তীব্র আকার নিয়েছে।
advertisement
4/5
এবার দুই চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে লাগাতার ধর্নায় বসেছেন শ্রমিকরা। বুধবার থেকেই এই ধর্না কর্মসূচি শুরু হয়েছে। অন্যদিকে কালচিনি ও রায়মাটাং চা বাগানের শ্রমিকদের নিয়ে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন কালচিনির বিধায়ক বিশাল লামা।
এবার দুই চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে লাগাতার ধর্নায় বসেছেন শ্রমিকরা। বুধবার থেকেই এই ধর্না কর্মসূচি শুরু হয়েছে। অন্যদিকে কালচিনি ও রায়মাটাং চা বাগানের শ্রমিকদের নিয়ে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন কালচিনির বিধায়ক বিশাল লামা।
advertisement
5/5
জেলা শাসকের সঙ্গে কথা বলতে ১০ জন শ্রমিককে নিয়ে এসেছিলেন তিনি। তাঁদের আটকাতে ডুয়ার্সকন্যার সামনে বিশাল পুলিশ বাহিনী দেখা যায়। শ্রমিকদের অভিযোগ, প্রায় দেড় মাস ধরে তাঁরা কোনও বেতন পাননি। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
জেলা শাসকের সঙ্গে কথা বলতে ১০ জন শ্রমিককে নিয়ে এসেছিলেন তিনি। তাঁদের আটকাতে ডুয়ার্সকন্যার সামনে বিশাল পুলিশ বাহিনী দেখা যায়। শ্রমিকদের অভিযোগ, প্রায় দেড় মাস ধরে তাঁরা কোনও বেতন পাননি। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
advertisement
advertisement