Tea Garden: ৬ মাস ধরে পিএফ বন্ধ! রাতারাতি বন্ধ হয়ে গেল ডুয়ার্সের চা বাগান, অথৈ জলে ২২০০ শ্রমিক
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Tea Garden Closed: চা বাগান বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্ধকারে চলে গেল বাগানে কর্মরত ২২০০ শ্রমিকের ভবিষ্যৎ। অভিযোগ, রাতেই বন্ধের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে যায় মালিকপক্ষ।
advertisement
advertisement
আলিপুরদুয়ার জেলায় এই নিয়ে বন্ধ রয়েছে মোট ৫টি চা বাগান। কালচিনি ব্লকের মধু, দলসিংপাড়া, ভার্ণাবাড়ি চা বাগান বন্ধ রয়েছে। বীরপাড়া মাদারিহাট ব্লকের রামঝোরা এবং লঙ্কাপাড়া চা বাগানও বন্ধ। ইতিমধ্যেই ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ও রায়মাটাং চা বাগানের শ্রমিকদের আন্দোলন আরও তীব্র আকার নিয়েছে।
advertisement
এবার দুই চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে লাগাতার ধর্নায় বসেছেন শ্রমিকরা। বুধবার থেকেই এই ধর্না কর্মসূচি শুরু হয়েছে। অন্যদিকে কালচিনি ও রায়মাটাং চা বাগানের শ্রমিকদের নিয়ে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন কালচিনির বিধায়ক বিশাল লামা।
advertisement









