প্রার্থী ঘোষণা হতেই মালদহে একাধিক বিজেপি পার্টি অফিসে ভাঙচুর-আগুন, তুমুল বিক্ষোভ
- Published by:Pooja Basu
Last Updated:
বৃহস্পতিবার বিকেলে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে মালদহের বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর এর পরেই একের পর এক বিধানসভায় দলের মধ্যে ক্ষোভের আঁচ দেখতে পাওয়া যায়।
#মালদহ: বিজেপির প্রার্থী নিয়ে তুমুল অসন্তোষ মালদহে। একের পর এক বিধানসভায় রাস্তায় নেমে বিক্ষোভ। দলীয় কর্মীদের রোষে একাধিক পার্টি অফিস ভাঙচুর, আগুন। বেশকিছু বিধানসভায় নির্দল দাঁড়ানোর হুমকি। প্রার্থীর বদল চাইলেন বিক্ষুব্ধরা। ঘটনায় চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। বেশকিছু বিধানসভায় দলীয় কর্মীদের বিক্ষোভের কথা শীর্ষ নেতৃত্বকে জানাচ্ছে জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে মালদহের বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর এর পরেই একের পর এক বিধানসভায় দলের মধ্যে ক্ষোভের আঁচ দেখতে পাওয়া যায়।
মালদহের হরিশ্চন্দ্রপুর, মালদহ, মানিকচক, গাজোল প্রভৃতি বিধানসভায় প্রার্থী নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই প্রথম বিক্ষোভ দেখা যায় হরিশ্চন্দ্রপুরের ঘোষিত প্রার্থী মতিউর রহমানের বিরুদ্ধে। বিক্ষিপ্ত বিজেপি নেতা কর্মীরা হরিশ্চন্দ্রপুর পার্টি অফিসে চেয়ার-টেবিল ভাঙচুর করেন। দলীয় কার্যালয় থেকে বিজেপির পতাকা খুলে ফেলা হয়। বিক্ষুব্ধরা অভিযোগ তোলেন ঘোষিত প্রার্থী মতিউর রহমান একাধিক দুর্নীতি ও জালিয়াতির সঙ্গে যুক্ত। টাকা লেনদেনের মাধ্যমে প্রার্থী করা হয়েছে বলেও সরব হন তাঁরা। প্রার্থী বদল না করা হলে নির্দল প্রার্থীর দাঁড় করানোর হুমকি দেওয়া হয়।
advertisement
advertisement
বিক্ষোভের রেশ ছড়ায় মালদা বিধানসভা কেন্দ্রেও। এখানে বিক্ষুব্ধ বি জে পি নেতা নিতাই মণ্ডলের অনুগামীরা সাহাপুর শিবমন্দির এলাকায় মুখ্য নির্বাচনী কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান । দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। পার্টি অফিসের সামনেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। দলের ঘোষিত প্রার্থী গোপাল সাহাকে মানা হবে না বলে হুমকি দেন তাঁরা।

advertisement
রাতের দিকে বিজেপির মথুরাপুর দলীয় কার্যালয়েও ব্যাপক ভাঙচুর চলে । চেয়ার টেবিল প্রচার হোডিং ভেঙে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মানিকচক সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া গৌড় চন্দ্র মণ্ডলকে প্রার্থী মানতে নারাজ বিক্ষুব্ধরা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় মানিকচক থানার পুলিশ। নির্দল দাঁড় করানোর হুশিয়ারী বিক্ষুব্ধদের। বিক্ষোভ হয় মালদার গাজোলেও । ঘোষিত প্রার্থীর চিন্ময় দেব বর্মনের বিরোধিতা করে কদুবাড়ি মোড় এলাকায় দলীয় কার্যালয় ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2021 12:53 PM IST

