Malda News: পরিযায়ী পাখি চোরাশিকার ঠেকাতে সিসিটিভিতে মুড়ল আদিনা ডিয়ার পার্ক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
চোরাশিকার ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক বাড়িয়ে দেওয়া হয়েছে। শীতের শুরু থেকেই দেশ-বিদেশের বিভিন্ন পরিযায়ী পাখির দল ভিড় করতে শুরু করেছে আদিনা ডিয়ার ফরেস্টে
মালদহ: নিরাপত্তার নিশ্চিত করতে কড়া বন্দোবস্ত করা হল আদিনা ডিয়ার পার্কে। পর্যটনের মরশুমে গোটা ডিয়ার পার্ক মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরা দিয়ে। এতে পর্যটকদের নিরাপত্তা পাশাপাশি ডিয়ার পার্কের হরিণ, বিভিন্ন প্রজাতির পাখিদের সুরক্ষাও মজবুত হবে বলে এমন উদ্যোগ নিয়েছে দিতে মালদহ জেলা বন দফতর।
মূলত চোরাশিকার ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক বাড়িয়ে দেওয়া হয়েছে। শীতের শুরু থেকেই দেশ-বিদেশের বিভিন্ন পরিযায়ী পাখির দল ভিড় করতে শুরু করেছে আদিনা ডিয়ার ফরেস্টে। অতীতে দেখা গিয়েছে এই সময় মূল্যবান পরিযায়ী পাখিদের ধরতে চোরা শিকারিদের উৎপাত বেড়ে যায়। সেই দিকে লক্ষ্য রেখে এই প্রথম গোটা আদিনা ডিয়ার ফরেস্ট অন্তত ১০ টি সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে।
advertisement
advertisement
এছাড়াও শীতের মরশুমে পর্যটকদের ভিড় বাড়ে আদিনা ডিয়ার ফরেস্টে। সেখানে থাকা হরিণ সহ অন্যান্য পশুদের যাতে পর্যটকরা বিরক্ত করতে না পারে তার জন্যও এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজের উপর কন্ট্রোল রুমে বসে সর্ব সময় নজরদারি চালাবেন বনকর্তারা। মালদহ জেলা বন দফতরের ডিএফও জিজু জেসফার জি বলেন, চোরাশিকার বন্ধ করতে, পর্যটকদের নিরাপত্তা সহ গোটা ফরেস্ট চত্বরে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মালদহ জেলার গাজোল ব্লকে রয়েছে আদিনা ডিয়ার পার্ক। কয়েক একর জমির উপর রয়েছে বিশাল এই জঙ্গল। বর্তমানে এই ডিয়ার পার্কে ১০০ টি’রও বেশি হরিণ আছে। এছাড়াও খরগোশ সহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এই ডিয়ার পার্কে। প্রতিবছর শীতের মরশুমে আদিনা ডিয়ার ফরেস্টে দেশ-বিদেশের অসংখ্য পরিযায়ী পাখির দল বাসা বাঁধে এবং প্রজনন ঘটায়। এছাড়াও আদিনা ডিয়ার ফরেস্টে কয়েক বিঘা জমির উপর রয়েছে একটি বিশাল বিল। সেখানেও বিভিন্ন প্রজাতির পাখিদের ভিড় হয়। এইসব পরিযায়ী পাখিদের ধরতেই তৎপর হয়ে ওঠে চোরা শিকারিদের দল। তাদের ঠেকাতেই এই সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয়েছে জঙ্গলের বিভিন্ন প্রান্তে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 5:52 PM IST