Abhishek Banerjee: বালুরঘাট লোকসভায় হার কেন? সাংগঠনিক বৈঠকে পর্যালোচনায় অভিষেক বন্দোপাধ্যায়

Last Updated:

Abhishek Banerjee: সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর ও জঙ্গিপুর লোকসভা জেলা নিয়ে বৈঠক। ২০২১-এর বিধানসভা ভোটে তো ভাল ফল হয়েছিল। রেজাল্ট পর্যালোচনা করে দেখা গেছে এগিয়ে থাকা জায়গায় হয় হার নয়ত ভোট কমেছে।

News18
News18
সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর ও জঙ্গিপুর লোকসভা জেলা নিয়ে বৈঠক। ২০২১-এর বিধানসভা ভোটে তো ভাল ফল হয়েছিল। রেজাল্ট পর্যালোচনা করে দেখা গেছে এগিয়ে থাকা জায়গায় হয় হার নয়ত ভোট কমেছে। যথেষ্ট প্রচার করা হয়েছিল, তার পরেও পিছিয়ে থাকা দুর্ভাগ্যজনক। ব্লক ও বুথে বাড়তি নজরদারি করুন। যেখানে পিছিয়ে সেখানে কেন এই অবস্থা স্থানীয় স্তরে ভাল করে সেটা বুঝুন। এখন থেকে প্রতিদিন এই সব বুথে কাজ চালিয়ে যান।
আরও পড়ুনঃ বিধায়ক হওয়ার আগে থেকেই চলত চাকরি বিক্রি নেটওয়ার্ক, বিপুল টাকার লেনদেন, জীবনকৃষ্ণের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর দাবি ইডির
দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকটি বিধানসভায় পিছিয়ে যায় তারা। নেতাদের অনেকেই জনসংযোগে ব্যস্ত থাকেন না বলে অভিযোগ। আবার জঙ্গিপুর লোকসভা জিতলেও। সাম্প্রতিক অতীতে এক সংঘর্ষর ঘটনা ঘিরে সরগরম হয় এই সাংগঠনিক জেলা। দলের নীচু তলার নেতাদের নজর কেন ছিল না তা নিয়ে প্রশ্ন ওঠে।
advertisement
advertisement
স্পষ্ট হয় নীচুতলায় যোগাযোগের অভাব। আবার পুর এলাকায় একাধিক গোষ্ঠী, একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে। বারবার নেতাদের ডেকে এনে বৈঠক করেছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব। বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক জেলার একাধিক আসন। তাঁদের নিয়েই আজকে বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: বালুরঘাট লোকসভায় হার কেন? সাংগঠনিক বৈঠকে পর্যালোচনায় অভিষেক বন্দোপাধ্যায়
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement