Jiban Krishna Saha: বিধায়ক হওয়ার আগে থেকেই চলত চাকরি বিক্রি নেটওয়ার্ক, বিপুল টাকার লেনদেন, জীবনকৃষ্ণের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর দাবি ইডির

Last Updated:

Jiban Krishna Saha: বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রির দুর্নীতির সঙ্গে যোগ জীবনকৃষ্ণ সাহার। ’এজেন্ট’ হিসেবে বড়ঞা এলাকায় কাজ করতেন জীবনকৃষ্ণ, তদন্তে এমনই তথ্য পেয়েছে ইডি। ১০-১২ জনকে নিয়েই ছিল জীবনের চাকরি বিক্রির নেটওয়ার্ক।

News18
News18
কলকাতাঃ বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রির দুর্নীতির সঙ্গে যোগ জীবনকৃষ্ণ সাহার। ’এজেন্ট’ হিসেবে বড়ঞা এলাকায় কাজ করতেন জীবনকৃষ্ণ, তদন্তে এমনই তথ্য পেয়েছে ইডি। ১০-১২ জনকে নিয়েই ছিল জীবনের চাকরি বিক্রির নেটওয়ার্ক।
২০১৯ থেকে ২০২১ এই তিন বছরে জীবন ও তাঁর স্ত্রীর অ‍্যাকাউন্টে এসেছে ৫০ লক্ষ টাকা, ‍যা চাকরি বিক্রির টাকা বলেই দাবি ইডির। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে জীবনকৃষ্ণ একটি তালিকা প্রস্তুত করে টাকা তুলেছিলেন, দাবি ইডির।
advertisement
advertisement
নিজের জেলা মুর্শিদাবাদ ছাড়াও মালদা, দুই দিনাজপুর, নদিয়া ও বীরভূমে সাব এজেন্ট রেখে চাকরি বিক্রির নেটওয়ার্ক চালাতেন জীবনকৃষ্ণ। যে সমস্ত অ‍্যাকাউন্ট থেকে টাকা এসেছে জীবনকৃষ্ণ ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে, তাতে এই পাঁচ জেলার একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে। সেই সমস্ত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে সমসাময়িক লেনদেনের তথ্য জানতে চাওয়া হয়েছে।
পাঁচ জেলায় ১০-১২ জন ছিল জীবনকৃষ্ণের বিশ্বস্ত। এছাড়াও সাব এজেন্ট ছিল একাধিক। মুর্শিদাবাদ জেলাতেই জীবনের ৪০-এর বেশি সাব এজেন্ট ছিল। যারা চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে আসতেই জীবনের কাছে। সেই সকল সাব এজেন্টদের কমিশন দিয়েছেন জীবনকৃষ্ণ। এক্ষেত্রে নগদে লেনদেন হয়েছে। সেই টাকার পরিমাণ জানতে মরিয়া ইডি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jiban Krishna Saha: বিধায়ক হওয়ার আগে থেকেই চলত চাকরি বিক্রি নেটওয়ার্ক, বিপুল টাকার লেনদেন, জীবনকৃষ্ণের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর দাবি ইডির
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement