Manasa Puja & Arandhan Vrat Vastu Eating Tips: বুধবার মনসাপুজো, অরন্ধন ও বিশ্বকর্মাপুজো! একটু হলেও মুখে দিন ১ ফল ও ২ সবজি! ছুঁতে পারবে না অভাব ও অসুস্থতা! উপচে পড়বে টাকা!

Last Updated:
Manasa Puja & Arandhan Vrat Vastu Eating Tips:বিশ্বকর্মাপুজো এবং মনসাপুজোর অরন্ধন রীতি উপলক্ষে পালিত হয় একাধিক নিয়মকানুন এবং আহার ও আচরণবিধি৷ অরন্ধনে খাওয়া বারণ আমিষ খাবার৷ তবে এই দিনে কিছু খাবার গ্রহণ করতেই হবে, এমন রীতিও প্রচলিত আছে৷
1/7
ভাদ্রমাসও শেষ হয়ে এল৷ বুধবার পালিত হবে ভাদ্র সংক্রান্তি৷ এই দিনে পূজিত হন বিশ্বকর্মা দেব৷ তাছাড়া ঘরে ঘরে পালিত হয় মনসা পুজো এবং অরন্ধন প্রথা৷ এই দিন বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷
ভাদ্রমাসও শেষ হয়ে এল৷ বুধবার পালিত হবে ভাদ্র সংক্রান্তি৷ এই দিনে পূজিত হন বিশ্বকর্মা দেব৷ তাছাড়া ঘরে ঘরে পালিত হয় মনসা পুজো এবং অরন্ধন প্রথা৷ এই দিন বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷
advertisement
2/7
বিশ্বকর্মাপুজো এবং মনসাপুজোর অরন্ধন রীতি উপলক্ষে পালিত হয় একাধিক নিয়মকানুন এবং আহার ও আচরণবিধি৷ অরন্ধনে খাওয়া বারণ আমিষ খাবার৷ তবে এই দিনে কিছু খাবার গ্রহণ করতেই হবে, এমন রীতিও প্রচলিত আছে৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
বিশ্বকর্মাপুজো এবং মনসাপুজোর অরন্ধন রীতি উপলক্ষে পালিত হয় একাধিক নিয়মকানুন এবং আহার ও আচরণবিধি৷ অরন্ধনে খাওয়া বারণ আমিষ খাবার৷ তবে এই দিনে কিছু খাবার গ্রহণ করতেই হবে, এমন রীতিও প্রচলিত আছে৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/7
এই আহারবিধি তৈরি ও পালন করা হয় মূলত শারীরিক সুস্থতার জন্য৷ মনে করা হয় এই সময় মরশুমি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই আহারবিধি পালন করতে হয়৷
এই আহারবিধি তৈরি ও পালন করা হয় মূলত শারীরিক সুস্থতার জন্য৷ মনে করা হয় এই সময় মরশুমি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই আহারবিধি পালন করতে হয়৷
advertisement
4/7
ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো এবং অরন্ধনের দিন একটু হলেও মুখে দিন চালতা৷ এই ফল দিয়ে তৈরি করা যায় ডাল, চাটনি, টক-সহ নানা পদ৷ স্বাদের পাশাপাশি এই টক ফল সুস্থতা বজায় রাখতেও কার্যকর৷
ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো এবং অরন্ধনের দিন একটু হলেও মুখে দিন চালতা৷ এই ফল দিয়ে তৈরি করা যায় ডাল, চাটনি, টক-সহ নানা পদ৷ স্বাদের পাশাপাশি এই টক ফল সুস্থতা বজায় রাখতেও কার্যকর৷
advertisement
5/7
শাপলার ডাঁটা বা শালুক ফুল খেতে পারেন এই বিশেষ দিনে৷ মনে করা হয় এই দুই জিনিস, বিশেষ করে শাপলার ডাঁটা দিয়ে তৈরি নিরামিষ পদ এই দিনে খেলে মঙ্গল হয় শারীরিক সুস্থতার৷ বজায় থাকে সাংসারিক ও পারিবারিক শ্রী ও মঙ্গল৷
শাপলার ডাঁটা বা শালুক ফুল খেতে পারেন এই বিশেষ দিনে৷ মনে করা হয় এই দুই জিনিস, বিশেষ করে শাপলার ডাঁটা দিয়ে তৈরি নিরামিষ পদ এই দিনে খেলে মঙ্গল হয় শারীরিক সুস্থতার৷ বজায় থাকে সাংসারিক ও পারিবারিক শ্রী ও মঙ্গল৷
advertisement
6/7
ভাদ্র সংস্কৃতিতে ওলের নানা পদও খেতে পারেন৷ এই দিনে ওল খাওয়া খুবই শুভ বলে মনে করা হয়৷ মজবুত হয় রোগ প্রতিরোধ শক্তি৷
ভাদ্র সংস্কৃতিতে ওলের নানা পদও খেতে পারেন৷ এই দিনে ওল খাওয়া খুবই শুভ বলে মনে করা হয়৷ মজবুত হয় রোগ প্রতিরোধ শক্তি৷
advertisement
7/7
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement