Abhishek Banerjee: 'এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ, কে চক্রান্ত করছে!' কী ইঙ্গিত দিলেন অভিষেক
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Abhishek Banerjee: জলপাইগুড়ির রাজগঞ্জ পাহাড়পুরের সভা থেকে ফের বিজেপিকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জ পাহাড়পুরের সভা থেকে ফের বিজেপিকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি বলব, এমন কাউকে দায়িত্ব দিন, যিনি তিন মাসের মধ্যে পুরোটা শেষ করে দেবেন। উনি ছ'মাসের মধ্যে করে দেবেন বলেছিলেন। আমি বলছি, এমন কাউকে দায়িত্ব দিন যিনি তিন মাস, দু'মাস, প্রয়োজন বোধে এক মাসের মধ্যে শেষ করে দেবেন।"
অভিষেক আরও বলেন, "দিলীপ ঘোষ কেন এমন মন্তব্য করেছেন কি ইঙ্গিত করতে চাইছেন, সেটা উনি বলতে পারবেন। এটাতো সুপ্রিম কোর্টের নির্দেশ। চক্রান্ত করছে কে করছে সেটা দিলীপবাবু তো বড় বৈজ্ঞানিক উনি এই বিষয়টি আবিষ্কার করুন।"
advertisement
advertisement
তিনি আরও বলেন, "আক্রমণ না করে বিরোধীদের বলব কর্মসূচি নিন। যাঁরা মৃতদেহ নিয়ে রাজনীতি করেন, তাঁদের কাছে ইস্যু নেই। তাঁরা রাজনৈতিকভাবে দেউলিয়া। আর আমরা সেই সব বিষয় নিয়ে রাস্তায় আছি, বাড়ি নেই, রাস্তা নেই, অনেকে অভিযোগ করছেন। আমরা বাধ্যবাধকতার কথা বলছি। আমি বিরোধীদের বলবো আক্রমণ না করে রাস্তায় নামুন। আমি তো ৬০দিন ধরে পড়ে আছি।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 29, 2023 6:28 PM IST










