হোম /খবর /উত্তরবঙ্গ /
রান্নার গ্যাসের দাম নিয়ে কংগ্রেসকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! কী বললেন ?

Abhishek Banerjee: রান্নার গ্যাসের দাম নিয়ে কংগ্রেসকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ! কী বললেন তিনি ?

ইটাহারের অধিবেশন সভা থেকে এমন বার্তাই তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ইটাহারের অধিবেশন সভা থেকে এমন বার্তাই তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কংগ্রেসের সরব হওয়ার সময় নিয়েও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • Share this:

ইটাহার, উত্তর দিনাজপুর: হিমাচল প্রদেশে কংগ্রেস জেতার পর রান্নার গ্যাসের দাম কমায় না বিজেপি। কিন্তু বাংলায় হেরে যাওয়ার পর তেল আর রান্নার গ্যাসের দাম কমাতে বাধ্য হয়েছে বিজেপি, এটাই পার্থক্য। মানুষের নিজেদের প্রায়োরিটি এবং প্রয়োজন বুঝে ভোট দেওয়া উচিত। এক সময়ের কংগ্রেস গড় উত্তর দিনাজপুরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে কার্যকরী লড়াইয়ের প্রশ্নে কংগ্রেসের তুলনায় তৃণমূলই এগিয়ে, ইটাহারের অধিবেশন সভা থেকে এমন বার্তাই তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন- উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে ? জেনে নিন

একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কংগ্রেসের সরব হওয়ার সময় নিয়েও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইডি তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে পদক্ষেপ করলেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী তাদের সমর্থন জানান৷ আর রাহুল গান্ধিকে সমন পাঠালেই তখন প্রতিবাদ করতে যান।

পাশাপাশি, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাম-কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে একাই লড়ছেন বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Abhishek Banerjee, Trinamool Congress