Cooch Behar News: বনধ ঘিরে উত্তপ্ত কোচবিহার, লাঠি নিয়ে মুখোমুখি সংঘর্ষে বিজেপি-তৃণমূল
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Bangla Bandh: বিজেপির ডাকা ১২ ঘণ্টা বাংলা বনধের কারণে দফায় দফায় উত্তেজনা ছড়ায় জেলার বিভিন্ন অংশে। দুপুর গড়াতেই বাঁশ হাতে দুই পক্ষের সংঘর্ষ বাধে জামালদহ এলাকায়।
কোচবিহার: বুধবার সকাল থেকেই বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধের কারণে দফায় দফায় উত্তেজনা ছড়ায় জেলার বিভিন্ন অংশে। দুপুর গড়াতেই বিজেপি-তৃণমূল তুমুল সংঘর্ষ বাধে কোচবিহারের জামালদহ এলাকায়। ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়। এদিন বিজেপির তরফে বনধের সমর্থনে জামালদহ বাজারে এলাকায় মিছিল চলছিল বিজেপির। তখনই পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফেও বনধের বিরুদ্ধে বাজারে মিছিল করা হয়। তখনই দু’পক্ষের মধ্যে আচমকাই মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
দলীয় ভাবে বিজেপি পক্ষ থেকে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের কনভেনার পবন কুমার ভাদানির দাবি, এদিন বনধের সমর্থনে তাঁরা মিছিল করছিলেন জামালদহ বাজার এলাকায়, আচমকা তাঁদের ওপর আক্রমণ করা হয়। ঘটনায় তাঁদের একজন গুরুতর আহত হয়েছেন। অপরদিকে, স্থানীয় তৃণমুল নেতা গোপাল চন্দ্র রায় জানান, তাঁরা বনধের বিরোধিতার কর্মসুচি পালন করছিলেন। তখনই তাঁদের ওপর আক্রমণ করা হয় আচমকাই।তাঁদেরও একজন গুরুতর আহত হন বলে দাবি।
advertisement
advertisement
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’পক্ষের মুখোমুখি সংঘাতের ঘটনায় বাঁশ দিয়ে আক্রমণ করে উভয় পক্ষ। আর তাতেই আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে দলীয় কিংবা ব্যক্তিগত ভাবে কোনও অভিযোগ দায়ের না করার কারণে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। দু’পক্ষের এই মুখোমুখি সংঘাতের জেরে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 28, 2024 4:16 PM IST






