হোম /খবর /মালদহ /
বিকট শব্দ নদীর তীরে, কেঁপে উঠল চারপাশ, আতঙ্কে ঘর ছেড়ে বাইরে স্থানীয়রা

Malda News: বিকট শব্দ নদীর তীরে, কেঁপে উঠল চারপাশ, আতঙ্কে ঘর ছেড়ে বাইরে স্থানীয়রা

X
শব্দবাজি [object Object]

Malda News: বিকট শব্দে কেঁপে উঠল নদীর তীরের একাংশ। একের পর এক বোমা ফেটে চলেছে। সঙ্গে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যাচ্ছে। নিরাপত্তায় ঘেরা চারিদিক।

  • Local18
  • Last Updated :
  • Share this:

মালদহ: হঠাৎই বিকট শব্দ। কেঁপে উঠল পুরো এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারিদিক। তারমধ্যে চারিদিক ঘেরা পুলিস, সিআইডি ও দমকল আধিকারিকরা। আশেপাশের বাসিন্দারা এমন তোড়জোড় দেখে হতভম্ব। কি হয়েছে কিছুই বুঝতে পারছিলেন না স্থানীরা। নদীর তীরে সাহস করে ভিড়ও জমান বেশ কিছু মানুষ। কারণ বুঝে ওঠার আগেই একের পর এক শব্দ। হঠাৎই এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়লেন মালদহের মহানন্দা সদরঘাট এলাকার সাধারণ মানুষরা।

পরে জানা যায় দুর্গাপূজা থেকে কালী পুজোর সময় বিভিন্ন বাজারে হানা দিয়ে যে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলি এদিন নিষ্ক্রীয় করা হয়। ইংরেজবাজার থানার পুলিশ উদ্ধার করেছিল প্রচুর নিষিদ্ধ শব্দ বাজি। মোট নয়টি মামলা করা হয়েছিল।প্রায় ৪৯ কেজি নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করা হয়েছিল। আদালতের নির্দেশে পেয়ে পুলিশ এদিন শব্দবাজিগুলি নিষ্ক্রীয় করে। মালদহ সিআইডির বোম স্কোয়াডের সদস্যরা এদিন শব্দবাজি নিষ্ক্রিয় করে।

আরও পড়ুনঃ Pathaan: বিতর্ককে থোরাই কেয়ার, শাহরুখের পাঠান নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার, জানুন বিস্তারিত

এদিন নদীর তীরে শব্দবাজিগুলি নিষ্ক্রীয় করার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থায় মোড়া হয়েছিল। উপস্থিত ছিল দমকল, পুলিশ থেকে সিআইডির বোম স্কোয়াড টিম।মহানন্দা নদীর সদরঘাট এলাকা ঘিরে ফেলে পুলিশ সিআইডি ও দমকল। নদীর তীরে ফাঁকা জায়গায় প্রথমে মাটি খুঁড়ে গর্ত করা হয়। তারপর সেখানে প্রচুর পরিমাণে বোমা জমা করা হয়। তারপর সেগুলি সরকারি নিয়ম মেনে নিষ্ক্রীয় করা হয়।

Harashit Singha

First published:

Tags: Bomb Squad, CID, Fire Brigade, Mahananda River, Malda, Malda News, Police