শাহরুখ খানের বহু প্রতিক্ষীত ছবি পাঠান মুক্তির আগে থেকেই তা নিয়ে উন্মাদনার পারদ চরছিল দেশ জুড়ে। আর মুক্তির পর তো কিং খানেপ ফ্যানেদের মধ্যে এখন উৎসবের পরিবেশ।
2/ 6
বুধবার মুক্তি পেয়েছে ‘পাঠান’। ওপেনিং ডে-তেই একাধিক রেকর্ড গড়েছেন বলিউড বাদশ। পুরো সব নজির ভেঙে চুরমার করে দিয়েছেন এসআরকে। প্রথম দিনই রেকর্ড ৫৫ কোটি টাকার ব্যবসা।
3/ 6
অভিনেতা হওয়ার পাশাপাশি কেকেআর কর্ণধার হওয়ায় ক্রিকেটেও দুনিয়াতেও শাহরুখের করিশ্মা কিছু কম নয়। কিন্তু কেন কোনও ভারতীয় ক্রকেটার পাঠান সিনেমা নিয়ে মুখ খুলছেন না তা নিয়ে উঠছিল প্রশ্ন।
4/ 6
অবশেষে পাঠান নিয়ে মুখ খুললেন একমাত্র দীনেশ কার্তিক। তিনি কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। কলকাতা তাঁকে ছেড়ে দেয় গত বছর। তিনিই পুরনো দলের মালিকের ছবি দেখে পোস্ট করেন।
5/ 6
কেকেআরের বর্তমান অধিনায়ক শ্রেয়স আইয়র কোনও পোস্ট না করলেও ডিকে ট্যুইটারে লেখেন, 'আশা করি পাঠান মেগা ব্লকবাস্টার হবে। শুভেচ্ছা রইল শাহরুখ। তুমি এই সাফল্যের যোগ্য।'
6/ 6
এর আগে শাহরুখের সিনেমা মুক্তি পেলে ভারতীয় ক্রিকেটাররা তাদের প্রতিক্রিয়া দিতেন। একাধিক শাহরুখ ফ্যান রয়েছে ভারতীয় দলে। কিন্তু পাঠান নিয়ে বিতর্কের কারণেই কি একমাত্র কার্তিক ছাড়া এখও কেউ প্রতিক্রিয়া দেননি। প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।
শাহরুখ খানের বহু প্রতিক্ষীত ছবি পাঠান মুক্তির আগে থেকেই তা নিয়ে উন্মাদনার পারদ চরছিল দেশ জুড়ে। আর মুক্তির পর তো কিং খানেপ ফ্যানেদের মধ্যে এখন উৎসবের পরিবেশ।
বুধবার মুক্তি পেয়েছে ‘পাঠান’। ওপেনিং ডে-তেই একাধিক রেকর্ড গড়েছেন বলিউড বাদশ। পুরো সব নজির ভেঙে চুরমার করে দিয়েছেন এসআরকে। প্রথম দিনই রেকর্ড ৫৫ কোটি টাকার ব্যবসা।
অভিনেতা হওয়ার পাশাপাশি কেকেআর কর্ণধার হওয়ায় ক্রিকেটেও দুনিয়াতেও শাহরুখের করিশ্মা কিছু কম নয়। কিন্তু কেন কোনও ভারতীয় ক্রকেটার পাঠান সিনেমা নিয়ে মুখ খুলছেন না তা নিয়ে উঠছিল প্রশ্ন।
অবশেষে পাঠান নিয়ে মুখ খুললেন একমাত্র দীনেশ কার্তিক। তিনি কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। কলকাতা তাঁকে ছেড়ে দেয় গত বছর। তিনিই পুরনো দলের মালিকের ছবি দেখে পোস্ট করেন।
এর আগে শাহরুখের সিনেমা মুক্তি পেলে ভারতীয় ক্রিকেটাররা তাদের প্রতিক্রিয়া দিতেন। একাধিক শাহরুখ ফ্যান রয়েছে ভারতীয় দলে। কিন্তু পাঠান নিয়ে বিতর্কের কারণেই কি একমাত্র কার্তিক ছাড়া এখও কেউ প্রতিক্রিয়া দেননি। প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।