ফিরে এল ২০১৪-র স্মৃতি, কাঞ্চনজঙ্ঘা অভিযানে ফের মৃত্যু ২ বাঙালি পর্বতারোহীর
Last Updated:
#দার্জিলিং: ২০১৪ সালের ২০ মে! কাঞ্চনজঙ্ঘা থেকে ইয়ুলুংখাং অভিযানে গিয়ে দুই শেরপার সঙ্গে চিরতরে নিখোঁজ হয়েছিলেন হাওড়ার কোণার মেয়ে ছন্দা গায়েন। সেই মর্মান্তিক স্মৃতিই আবার ফিরে এল! বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে মৃত ২ বাঙালি পর্বতারোহী। গুরুতর অসুস্থ ২। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি আরও এক পর্বতারোহীর।
ক্যাম্প ফোর থেকে বুধবার ভোরে সামিটের উদ্দেশে রওনা দেন বাংলার ৫ পর্বতারোহী। এজেন্সির দাবি, অর্ধেক রাস্তা যাওয়ার পরই অসুস্থ হন হাওড়ার বাসিন্দা কুন্তল কাঁড়ার। তাঁকে ক্যাম্প ফোরে রেখেই রওনা বাকি ৪জনের। সামিট থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন সোনারপুরের বাসিন্দা বিপ্লব বৈদ্য। মাঝরাস্তাতেই নিখোঁজ হন শেখ সাহাবুদ্দিন। জানা গিয়েছে, ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির কর্মী সাহাবুদ্দিন। অসুস্থ হয়ে ক্যাম্প ফোরে ফেরেন রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায়। তাঁরা ২ জনেই ফ্রস্ট বাইটে আক্রান্ত।
advertisement
advertisement
৪ শেরপার দল বুধবার রাতে কুন্তল ও বিপ্লবকে নামানোর চেষ্টা করলেও খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালেই ২ পর্বতারোহীর মৃত্যুর খবর পৌঁছয় বেসক্যাম্পে। শুক্রবার কাঠমান্ডু যাচ্ছে মলয় মুখোপাধ্যায় সহ হাওড়া মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের একটি দল। শেরপাদের ২টি দলও উদ্ধার কাজে হাত লাগিয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2019 10:40 AM IST