Home /News /north-bengal /
West Bengal News: নদীর পারে জমে গেল ভিড়, দুই শিল্পীর কীর্তি দেখে অবাক মালদহ!

West Bengal News: নদীর পারে জমে গেল ভিড়, দুই শিল্পীর কীর্তি দেখে অবাক মালদহ!

নদীর পারে শিল্পকর্ম

নদীর পারে শিল্পকর্ম

West Bengal News: তাঁদের শিল্পকলা চাক্ষুষ করতে ভিড় প্রচুর উৎসাহী মানুষের।

 • Share this:

  #মালদহ: সমুদ্র সৈকত নয়, নদী তটেই অপরূপ বালির ভাস্কর্য। সাধারণতন্ত্র দিবসের সকালে মালদহের মানিকচকের কালিন্দী নদীর তীরে নেতাজী সুভাষ চন্দ্রের অভিনব ভাস্কর্য তৈরি করে শ্রদ্ধাঞ্জলি দুই তরুণ শিল্পীর (West Bengal News)। তাঁদের শিল্পকলা চাক্ষুষ করতে ভিড় প্রচুর উৎসাহী মানুষের।

  সাধারণভাবে এমন বালির ভাস্কর্য দেখা যায় পুরী, দীঘা সহ বিভিন্ন সমুদ্র সৈকতে। সাধারণতন্ত্র দিবসের সকালে দেশ ও জাতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বীর সেনানায়ক নেতাজি সুভাষচন্দ্রকে আরও একবার স্মরণীয় করে রাখার চেষ্টা মালদহের দুই তরুণ শিল্পী শুভঙ্কর দত্ত এবং সৌরভ মালাকারের।

  আরও পড়ুন: আসছে বৃষ্টি, তারপর কি ফিরবে শীত? বাংলার জন্য জরুরি পূর্বাভাস হাওয়া অফিসের

  মানিকচকের নুরপুর ব্রিজ সংলগ্ন কালিন্দী নদী তটে এদিন সকাল থেকে চোখে পড়ে দুই শিল্পীর ব্যস্ততা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ধীরে ধীরে ফুটে ওঠে ছয় ফিট লম্বা এবং চার ফুট চওড়া বালির নেতাজী সুভাষচন্দ্র। নেতাজীকে সম্মান জানাতে সাধারণতন্ত্র দিবসের দিনটিকে বেছে নেন শিল্পীরা। আগামী দিনে এভাবে আরও নতুন নতুন ভাস্কর্য সৃষ্টি করে চমক দিতে চান তাঁরা।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Malda, West Bengal news

  পরবর্তী খবর