West Bengal News: নদীর পারে জমে গেল ভিড়, দুই শিল্পীর কীর্তি দেখে অবাক মালদহ!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: তাঁদের শিল্পকলা চাক্ষুষ করতে ভিড় প্রচুর উৎসাহী মানুষের।
#মালদহ: সমুদ্র সৈকত নয়, নদী তটেই অপরূপ বালির ভাস্কর্য। সাধারণতন্ত্র দিবসের সকালে মালদহের মানিকচকের কালিন্দী নদীর তীরে নেতাজী সুভাষ চন্দ্রের অভিনব ভাস্কর্য তৈরি করে শ্রদ্ধাঞ্জলি দুই তরুণ শিল্পীর (West Bengal News)। তাঁদের শিল্পকলা চাক্ষুষ করতে ভিড় প্রচুর উৎসাহী মানুষের।
সাধারণভাবে এমন বালির ভাস্কর্য দেখা যায় পুরী, দীঘা সহ বিভিন্ন সমুদ্র সৈকতে। সাধারণতন্ত্র দিবসের সকালে দেশ ও জাতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বীর সেনানায়ক নেতাজি সুভাষচন্দ্রকে আরও একবার স্মরণীয় করে রাখার চেষ্টা মালদহের দুই তরুণ শিল্পী শুভঙ্কর দত্ত এবং সৌরভ মালাকারের।
advertisement
advertisement
মানিকচকের নুরপুর ব্রিজ সংলগ্ন কালিন্দী নদী তটে এদিন সকাল থেকে চোখে পড়ে দুই শিল্পীর ব্যস্ততা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ধীরে ধীরে ফুটে ওঠে ছয় ফিট লম্বা এবং চার ফুট চওড়া বালির নেতাজী সুভাষচন্দ্র। নেতাজীকে সম্মান জানাতে সাধারণতন্ত্র দিবসের দিনটিকে বেছে নেন শিল্পীরা। আগামী দিনে এভাবে আরও নতুন নতুন ভাস্কর্য সৃষ্টি করে চমক দিতে চান তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2022 8:27 PM IST