North 24 Parganas News: পুলিশ লেখা গাড়ি দাঁড়াতে বললেই সজাগ হন, না হলেই ঘটতে পারে বড় বিপদ

Last Updated:

পুলিশ লেখা গাড়ি আপনাকে দাঁড়াতে বলল মানেই চোখ বুজে বিশ্বাস করে দাঁড়িয়ে পড়বেন এমন ভুল আর করতে যাবেন না। না হলে বড় বিপদে পড়তে পারেন। নিজের বিচারবুদ্ধি কাজে লাগিয়ে তবেই সিদ্ধান্ত নিন দাঁড়াবেন না চলে যাবেন

পুলিশ সেজে প্রতারণা
পুলিশ সেজে প্রতারণা
উত্তর ২৪ পরগনা: পুলিশ লেখা গাড়ি হাত দেখালে দাঁড়িয়ে পড়তে হবে, এমনই একটা অলিখিত নিয়ম কলকাতা, সল্টলেক সহ বিভিন্ন এলাকার গাড়ি চালকদের মধ্যে চলে আসছে। তবে এবার সাবধান হন, না হলে বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করে থাকতে পারে। গাড়ির উপর স্টিকার দিয়ে পুলিশ লেখা আছে মানেই সেটাকে সত্যি পুলিশের গাড়ি বলে মনে করবেন না। বরং বিচারবুদ্ধি কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করুন ওটা আদৌ পুলিশ, নাকি পুলিশের রূপে ছিনতাইবাজ! সল্টলেকে কিন্তু এমনই ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে দু'জন। তারা বাইকে কেপি (KP) স্টিকার লাগিয়ে মানুষকে ছিনতাই করছিল। জানা গিয়েছে, এই ধৃতদের বিরুদ্ধে কলকাতার বিভিন্ন থানায় একাধিক ছিনতাইয়ের অভিযোগ আছে।
পুলিশ সূত্রে খবর, তপসিয়ার বাসিন্দা সুরজ ঝা ও ট্যাংড়ার বাসিন্দা বিক্রম সিং KP লেখা বাইক নিয়ে সল্টলেকের সিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে ছিল। সেই সময় সিটি সেন্টারের নিরাপত্তা রক্ষী অসীম বল্লব হেঁটে বাড়ি ফিরছিলেন। তখন ওই দু'জন তাঁর পথ আটকায় এবং বলে তারা পুলিশ। আপনার উপর সন্দেহ হচ্ছে, ব্যাগে কী আছে দেখান। অসীমবাবুর সন্দেহ হলে তিনি ব্যাগ দেখাতে অস্বীকার করেন। তখন ওই দু'জন জানায়, তাদের কাছে বন্দুক আছে। এরপরই ভয়ে সিটি সেন্টারের ওই নিরাপত্তা রক্ষী মানিব্যাগ ও মোবাইল বের করে ব্যাগ দেখাতে যান। অভিযোগ, ওমনি সবকিছু ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে সুরজ ও বিক্রম নামের ওই দুই ছিনতাইবাজ। সেই সময় অসীম বল্লব চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের ধরে ফেলে। এরপর বিধান নগর উত্তর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দু'জনকে আটক করে। তাদের কাছে আইকার্ড দেখতে চাইলে তারা কোন‌ও পরিচয়পত্র দেখাতে পারেনি। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়ছে।
advertisement
advertisement
পুলিশ জেরায় জানতে পারে, এর আগেও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল এই অভিযুক্তরা। তাঁদের নামে ভবানীপুর, তপসিয়া, বটতলা এলাকায় একই কায়দায় ছিনতাইয়েরর অভিযোগ আছে। গত ১১ ফেব্রুয়ারি সল্টলেকের আমূল আইল্যান্ডেও একই কায়দায় এই দু'জন ছিনতাই করেছে বলে জানা গিয়েছে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পুলিশ লেখা গাড়ি দাঁড়াতে বললেই সজাগ হন, না হলেই ঘটতে পারে বড় বিপদ
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement