North 24 Parganas News: বিশ্ব উষ্ণায়নে সচেতন হচ্ছে জনতা, নার্সারিতে বর্ষায় বেড়েছে ফল গাছ বিক্রি
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সাধারণ মানুষের মধ্যে আগের তুলনায় বাড়ছে সচেতনতা। এবারের জ্বালা ধরানো গরম তা আরও বাড়িয়ে দিয়েছে। যার ফলে বর্ষাকালে নার্সারিতে গাছ বিক্রির হিড়িক পড়েছে।
বসিরহাট: সাধারণ মানুষের মধ্যে বাড়ছে সচেতনতা, বর্ষাকালে নার্সারিতে গাছ বিক্রির হিড়িক। বাণিজ্যিক নার্সারিতে চারা বিক্রির সবচেয়ে উপযুক্ত সময় বর্ষাকালে। এই সময়টাতে রোপণ করা চারা শতভাগ জীবিত থাকে বলে চারারও চাহিদা বাড়ে দ্বিগুণ। অনেকে এই সময়টাতে তৈরি করেন ফলজ-বনজ বাগান। বেশির ভাগ মানুষ তাদের বসতবাড়িতে নানা প্রকারের চারা রোপণ করে থাকেন বর্ষাকালে। এ সুযোগে বসিরহাটের নার্সারিগুলো গাছের চারা বিক্রির হিড়িক পড়েছে।
বসিরহাট শহর, খোলাপোতা, বাদুড়িয়া সহ বিভিন্ন এলাকায় শতাধিক নার্সারিতে এসময় চারা বিক্রি ও পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ছেন মালিক-শ্রমিকরা। আগের থেকে সাধারণ মানুষের মধ্যে গাছ রোপনের চাহিদা বেড়েছে। বিশেষ করে এ বছর বিশ্ব উষ্ণায়নের ফলে গ্রীষ্মকালে বেড়েছে তাপমাত্রাও তা জানাচ্ছেন অনেক ক্রেতাই।
আরও পড়ুন ঃ হেরিটেজ ঘোষণা করা হল গোবরডাঙ্গার ৫ টি দর্শনীয় স্থানকে, খুশি এলাকাবাসী
পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা। আর সেজন্য বিভিন্ন নার্সারিতে ভিড় করছেন বৃক্ষ প্রেমী মানুষ। এসব নার্সারিতে ফলজ বৃক্ষের মধ্যে রয়েছে— আম, জাম, কাঁঠাল, ড্রাগন, লেবু, নারিকেল, কুল। ফুলের মধ্যে জবা, জুঁই, এলকমুন্ডা, কবরীসহ আরও হরেক রকম ফুলের চারা।
advertisement
advertisement
বসিরহাট মহকুমার বিভিন্ন রাস্তার পাশে অধিকাংশ নার্সারি গড়ে উঠেছে। পথের ধারে নার্সারির চারাগুলো যেন শোভাবর্ধন হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এতে করে দৃষ্টি কাড়ছে পথচারিদের। খানিকটা প্রাণ জুড়াতে কেউ কেউ ঘুরে ঘুরে দেখছেন আবার কেউবা কিনে নিচ্ছে নানা জাতের চারা।
advertisement
বসিরহাটের খোলাপোতায় এক নার্সারি উদ্যোক্তা জানান, “সারাবছর সাধারণভাবে আমরা জল দিই কিন্তু বর্ষাকালে বৃষ্টির জলে অতিরিক্ত নাইট্রোজেন থাকে যার ফলে এসময় চারা দ্রুত শিকড় ছড়ায় গাছের দ্রুত বৃদ্ধিও হয়। এ জন্য গাছের চারা মরে যাওয়ার পরিমাণ কম থাকে।” সব মিলিয়ে বসিরহাট মহাকুমার বিভিন্ন নার্সারি গুলিতে অন্য বছরের তুলনায় এ বছর বর্ষাকালে যথেষ্ট ভিড় করছেন পরিবেশ সচেতন ও গাছ প্রেমী মানুষ।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2023 8:30 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিশ্ব উষ্ণায়নে সচেতন হচ্ছে জনতা, নার্সারিতে বর্ষায় বেড়েছে ফল গাছ বিক্রি