Independence Day 2023: পেট্রাপোল-বেনাপোল সীমান্তে স্বাধীনতা, মিষ্টি দেওয়া হল বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীদের

Last Updated:

মঙ্গলবার সকালে ব্যারাকপুর গান্ধী ঘাটে আসেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি গান্ধী ঘাটে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সাংস্কৃতি বিভাগ আয়োজিত একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ায় পাশাপাশি গান্ধীজির স্বারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন

উত্তর ২৪ পরগনা: জেলায় সাড়ম্বরে পালিত হল দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। জেলার নানা প্রান্তে এদিন সসম্মানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে দিনটি উদযাপন করা হয়। ভারত ও বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল সীমান্তে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় সীমান্ত রক্ষী বাহিনী তরফ থেকে৷ বিএসএফ-এর ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের৷ পতাকা উত্তোলন করেন বিএসএফ-এর ১৪৫ ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট আর.পি উদিত। এরপর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মিষ্টি তুলে দেওয়া হয়।
মঙ্গলবার সকালে ব্যারাকপুর গান্ধী ঘাটে আসেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি গান্ধী ঘাটে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সাংস্কৃতি বিভাগ আয়োজিত একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ায় পাশাপাশি গান্ধীজির স্বারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। অনুষ্ঠান মঞ্চে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্রিবেদী, জেলাশাসক শরদ কুমার দ্রিবেদী, মহকুমাশাসক সৌরভ বারিক, মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুষ্মিতা হাতি, ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া-সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
অনুষ্ঠানে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশিত হয়। পাশাপাশি,  এদিনের অনুষ্ঠানে আবাসিক মহিলারা চরকা কেটে রাজ্যপালকে অভিবাদন জানান। এরপর হোমের আবাসিকদের সঙ্গে চরকাও কাটতে দেখা যায় রাজ্যপালকে। এদিনের অনুষ্ঠানে স্থানীয় স্কুলগুলির ছাত্র-ছাত্রীরাও অংশ নেন।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Independence Day 2023: পেট্রাপোল-বেনাপোল সীমান্তে স্বাধীনতা, মিষ্টি দেওয়া হল বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীদের
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement