Kolkata-Cooch Behar Flight: বিমানের চাকায় যান্ত্রিক ত্রুটি, আটকে গেল কলকাতা-কোচবিহারের উড়ান
Last Updated:
ঠিক যে মুহূর্তে বিমান রানওয়েতে ওড়ার জন্য রওনা দেবে, ঠিক তখনই বিমানের পাইলট এটিসিকে জানায় বিমানের টায়ারে হাওয়া কম রয়েছে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে !
অনুপ চক্রবর্তী, কলকাতা: ইন্ডিয়া ফার্স্ট-এর কলকাতা থেকে কোচবিহারগামী বিমান বৃহস্পতিবার সকাল ৯.৩০টা নাগাদ রওনা দিয়েছিল । ঠিক যেই মুহূর্তে বিমান রানওয়েতে গন্তব্যস্থলে ওড়ার জন্য রওনা দেবে, ঠিক তখনই বিমানের পাইলট এটিসিকে জানায় বিমানের টায়ারে হাওয়া কম রয়েছে, যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে !
এটিসি-র পক্ষ থেকে তৎক্ষণাৎ বলা হয়, যাতে বিমানটিকে রানওয়েতে পুনরায় ফিরিয়ে আনা হয় ৷ পাইলট আবার জানায় যেহেতু বিমানে যাত্রী আছে, সেই কারণে তার পক্ষে ফিরে আসা সম্ভব নয় ৷ যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে পুনরায় ফিরে আসতে গেলে। ওই জায়গাতেই যাত্রীদেরকে নামাতে হবে তারপরেই বিমানটি ফিরে আসতে পারবে। এরপরে বিমানবন্দর কর্তৃপক্ষ সমস্তরকম ব্যবস্থা করে, তারপরেই যাত্রীদেরকে নামানো হয় ৷
advertisement
advertisement
বিমানের সামনে দমকল আধিকারিক থেকে শুরু করে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে পৌঁছয়। যাত্রীদের নামানোর পরে পুনরায় বিমানটিকে ৩৭ নম্বর বে-তে নিয়ে আসা হয় ৷ যাত্রীদের অতি সুরক্ষার সঙ্গে নামিয়ে আনা হয়েছিল এবং পরবর্তী সময় তাদেরকে লাউঞ্জে অপেক্ষা করতে হয় । বিমানের পাইলটের যদি সঠিক সময় বিষয়টি নজরে না আসত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 9:12 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Kolkata-Cooch Behar Flight: বিমানের চাকায় যান্ত্রিক ত্রুটি, আটকে গেল কলকাতা-কোচবিহারের উড়ান