Amit Shah: প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন, মঙ্গলারতি করলেন অমিত শাহ! উপস্থিত শুভেন্দু, শমীক!
- Published by:Salmali Das
- Reported by:Susmita Mondal
Last Updated:
অপারেশন সিঁদুর থিম করা হয়েছে, সেই পুজো মণ্ডপে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন তিনি। আর তারপর প্রতিমার উদ্দেশ্যে মঙ্গল আরতি করতেও দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
২০২৬ এর নির্বাচনের আগে বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বিজেপির সর্বভারতীয় স্তরের কোনও নেতৃত্ব উপস্থিত থাকবেন কিনা, তার দিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর। অবশেষে গতকালই দুর্গাপুজোর সূচনা করতে পশ্চিমবঙ্গে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে কলকাতায় দুটি পুজো উদ্বোধন করার কথা রয়েছে তার। সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই যে অপারেশন সিঁদুর থিম করা হয়েছে, সেই পুজো মণ্ডপে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন তিনি।
আরও পড়ুনঃ আর লাগবে না কাড়ি কাড়ি টাকা! রেল যোগাযোগ ব্যবস্থায় নর্থ-ইষ্ট সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা!
আর তারপর প্রতিমার উদ্দেশ্যে মঙ্গল আরতি করতেও দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বলা বাহুল্য, এই রাজ্যের শাসক দল মাঝেমধ্যেই অভিযোগ করে, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না, বাংলার উৎসবের সঙ্গে তারা নাকি পরিচিত নন। কিন্তু তৃণমূলের সেই ধারণা এবং মিথ্যে প্রচার ভেঙে দিতেই বাংলার সংস্কৃতির সঙ্গে নিজেরদের আরও একাত্ম করতেই মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। তাই ২৬ এর নির্বাচনের আগে দুর্গাপূজাকে সামনে রেখে জনসংযোগের অন্যতম মাধ্যম বেছে নিয়েছে তারা। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সূচনা করতে আসায় বঙ্গ বিজেপির রীতিমতো উজ্জীবিত। এদিন নিউটাউনের বেসরকারি হোটেলে যেখানে রাত্রি বাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বিজেপি রাজ্য নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করেন।
advertisement
advertisement
আর তারপরেই একদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে করে সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মন্ডপে পৌঁছে যান তিনি। যেখানে অমিত শাহকে স্বাগত জানান ক্লাব উদ্যোক্তারা। আর তারপরেই সকলকে সাথে নিয়ে এই পূজা মন্ডপের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমেই মোমবাতি দিয়ে প্রদীপ জ্বালান তিনি। আর তারপরেই মাতৃ প্রতিমার উদ্দেশ্যে মঙ্গল আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইভাবে মঙ্গল আরতি করতেও দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকেও। সব মিলিয়ে অমিত শাহের উপস্থিতিতে সন্ত্রাস মিত্র স্কোয়ার ক্লাবের দুর্গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠান রীতিমতো জাক জমকপূর্ণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2025 6:49 PM IST