North 24 Parganas News: পরিবেশ বাঁচাতে বসিরহাটের রাজপথে মিছিল শিক্ষক সহ ছাত্রছাত্রীদের
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ রক্ষার পথে শিক্ষক-ছাত্র সমাজ সহ বিভিন্ন পরিবেশ প্রেমীরা সকাল থেকেই বর্ণাঢ্য র্যালি, পথসভার পাশাপাশি পথচারী থেকে দোকানদারদের সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
বসিরহাট: পরিবেশ বাঁচাতে বসিরহাটের রাজপথে মিছিল শিক্ষক সহ ছাত্রছাত্রীদের। উষ্ণায়ণের দাপটে এখন পাহাড়ের বুক থেকে গলছে বরফ। ক্রমশই পরিবেশকে গিলে খাচ্ছে কংক্রিটের শহর থেকে গ্রাম। উধাও হচ্ছে জঙ্গল, শুকিয়ে যাচ্ছে নদী। উন্নয়নের অজুহাতে মানুষ নিজেই ডেকে আনছে নিজের বিপদ!
এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সবচেয়ে আগে দরকার নিজেদের সচেতন হওয়ার। বিশ্ব পরিবেশ দিবসে সেই সচেতনতার বার্তা দিতেই এগিয়ে এল বসিরহাটের নাগরিকরা। ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ রক্ষার পথে শিক্ষক-ছাত্র সমাজ সহ বিভিন্ন পরিবেশ প্রেমীরা সকাল থেকেই বর্ণাঢ্য র্যালি, পথসভার পাশাপাশি পথচারী থেকে দোকানদারদের সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
advertisement
advertisement
বসিরহাটের আটটি সংগঠন বসিরহাট টাউন হল থেকে একটি সচেতনতার মিছিল বার করে। সেই মিছিল থেকে বার্তা দেওয়া হয় বৃক্ষ রোপনের অন্যদিকে প্রচার লিফটেড দেওয়া হয় পথ চলতি মানুষকে। টাউন হল থেকে শুরু হয়ে সেই মিছিল বসিরহাটের প্রাণকেন্দ্র ইটিন্ডা রোড হয়ে বোটঘাটে গিয়ে শেষ হয়।
advertisement
এই মিছিলে একদিকে যেমন পরিবেশ প্রেমীরা ছিলেন অন্যদিকে মহকুমার বিভিন্ন প্রান্তের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকেও এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়। অপরদিকে বসিরহাটের কর্মকার পাড়ায় রাজ্য সড়ক ২ পাশে এক ক্লাব প্রাঙ্গণে বসিরহাটের গৃহ শিক্ষকরা সমবেত হয়ে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে পরিবেশ দিবস পালন করলেন। একদিকে তারা যেমন রাস্তার ধারে একাধিক জায়গায় বৃক্ষরোপণ করেন। অন্যদিকে পথ চলতি মানুষ সহ শিক্ষার্থীদের গাছ বিতরণ করেন। যাতে সেই গাছগুলি তারা তাদের এলাকায় গিয়ে রোপন করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 12:49 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পরিবেশ বাঁচাতে বসিরহাটের রাজপথে মিছিল শিক্ষক সহ ছাত্রছাত্রীদের