North 24 Parganas News: একাকীত্ব নিত্যদিনের সঙ্গী! বৃদ্ধ বয়সে আর নয়, রাজ্য পুলিশ দিচ্ছে সঙ্গে থাকার বার্তা

Last Updated:

North 24 Parganas News: ৪২ জন নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধা তথা বৃদ্ধ দম্পতিদের চিহ্নিত করে তাদেরকে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো পুলিশের পক্ষ থেকে। 'অবলম্বন' এই প্রকল্প থেকে পরিষেবা পাবেন সমাজের বৃদ্ধ-বৃদ্ধারা। 

+
অবলম্বন

'অবলম্বন' প্রকল্পের উদ্বোধন

বসিরহাট: বৃদ্ধাশ্রম নয়, একাকী বৃদ্ধ বৃদ্ধাকে সবরকম পরিষেবা দেবে রাজ্য পুলিশের ‘অবলম্বন’। পুলিশি সহায়তায় ‘অবলম্বন’ করে একাকীত্ব জীবনে আশার আলোর খোঁজে নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধারা। ক্ষীণ হয়েছে চোখের দৃষ্টি, ঝুল ধরেছে চামড়ায়, বয়সের ভারে মূহ‍্যমান হয়েছেন তারা সকলেই। তারা হলেন সমাজের সেই বৃদ্ধ-বৃদ্ধারা। তাদের সন্তানরা কেউ চাকরি সূত্রে রাজ্য, দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করছেন। কারোর সন্তানরা তাদের বাবা-মাকে ছেড়ে চলে গিয়েছে। আবার কারোর একমাত্র কন‍্যা সন্তানের বিয়ে হওয়ায় চলে গিয়েছে শ্বশুরবাড়ি। আবার কারোর সন্তানের নানা কারণে মৃত্যু হয়েছে। এমনকী কোনও বৃদ্ধ বা বৃদ্ধার স্বামী বা স্ত্রীর মৃত্যু হয়েছে। যার ফলে একাকীত্ব তাদের সব সময়ের সঙ্গী।
দৈনন্দিন জীবনে চলাফেরা করা, ওষুধের পরিষেবা বা হাসপাতালে নিয়ে যাওয়ার মতো একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হন এই বৃদ্ধ-বৃদ্ধারা। তাই সেই নিঃসঙ্গতা বা একাকীত্ব কাটিয়ে তাদের সমস্ত রকম পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে এল বসিরহাট পুলিশ জেলা। বসিরহাট ও টাকি পৌরসভার ৪২ জন নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধা তথা বৃদ্ধ দম্পতিদের চিহ্নিত করে তাদেরকে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হল পুলিশের পক্ষ থেকে। ‘অবলম্বন’ এই প্রকল্প থেকে পরিষেবা পাবেন সমাজের বৃদ্ধ-বৃদ্ধারা। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাস কে. বলেন, ‘যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধা নিঃসঙ্গ জীবনযাপন করেন, তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে আমাদের সিভিক ভলেন্টিয়াররা। তাদের খোঁজখবর নেওয়া হবে। এমনকী তাদের কোনওরকম ওষুধ বা অন্যান্য পরিষেবা লাগবে কিনা সেগুলি সম্পর্কে তারা খোঁজ নেবেন। তারপর আমরা তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।’ এই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদেরকে পুলিশের সঙ্গে সহজে যোগাযোগের জন্য পুলিশের পক্ষ থেকে তাদেরকে একটি মোবাইল নম্বরে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
পুলিশের পাশাপাশি এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টাকি ও বসিরহাট পৌরসভা। হাসনাবাদ থানার কনফারেন্স রুমে এদিনের এই ‘অবলম্বন’ প্রকল্পের সূচনা লগ্নে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, বসিরহাটের মহকুমা শাসক মৌসম মুখার্জি, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী ও টাকি পৌরসভার উপ পৌর প্রধান ফারুক গাজী সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। এক বৃদ্ধা বলেন, ‘তাদের সন্তানরা দীর্ঘদিন পরে পরে বাড়িতে আসে। আবার অনেক সময় আসেও না। এই প্রকল্প বাস্তবায়িত হলে আমরা যথেষ্ট উপকৃত হব। প্রাথমিক পর্যায়ে শহর টাকি ও বসিরহাট এলাকায় এই প্রকল্প চালু হলেও আগামী দিনে বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এই ধরনের পরিষেবা পেয়ে স্বভাবতই আপ্লুত সমাজের প্রবীণরা।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: একাকীত্ব নিত্যদিনের সঙ্গী! বৃদ্ধ বয়সে আর নয়, রাজ্য পুলিশ দিচ্ছে সঙ্গে থাকার বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement