North 24 Parganas News: জায়গার অভাব থাকলে ছাদেই করে ফেলুন শখের বাগান,ভাবছেন কীভাবে করবেন!

Last Updated:

প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে পাশাপাশি চারিদিকে সবুজ ভরিয়ে তুলতে মধ্যমগ্রাম বাদুতে আয়োজন করা হল গাছেদের মিলন মেলা ও কর্মসূচি

+
গাছেদের

গাছেদের মেলা

#উত্তর ২৪ পরগনা: প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে বর্তমানে আধুনিকতার যুগে, যখন একের পর এক গাছ কেটে অট্টালিকা, রাস্তা নির্মাণ চলছে সর্বত্র সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে পাশাপাশি চারিদিকে সবুজ ভরিয়ে তুলতে মধ্যমগ্রাম বাদুতে আয়োজন করা হল গাছেদের মিলন মেলা ও কর্মসূচি।
শহর ও শহরতলিতে বর্তমানে কমছে ফাঁকা জায়গার পরিমাণ। উল্টোদিকে, গড়ে উঠছে ছোট বড় অট্টালিকা। আর সেই সব অট্টালিকার ছাদে বাগান করার উপরই জোর দেওয়া হল এই দিনের কর্মসূচি থেকে। ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে তেমনি অতিরিক্ত গরমের হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব হবে বলেই মত পরিবেশপ্রেমীদের। বর্তমানে শৌখিনতার যুগে অনেকেই পছন্দ করেন ছাদ বাগান তৈরি করতে। ছোট জায়গায় অল্প পরিসরে কিভাবে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে পরিচর্যা করে সুন্দর বাগান তৈরি করা যায় তার প্রশিক্ষণ ও দিন দেওয়া হল এই গাছেদের মিলন উৎসব ও কর্মশালায়।
advertisement
advertisement
এদিনের কর্মশালায় ছিল বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ, ছিল তাদের পরিচর্যা করার জন্য টব সহ পলি মার্চিং করারও সরঞ্জামের। পাশাপাশি গাছেদের পরিচর্যার জন্য কীটনাশক সহ নানা উপকরণ ও এদিন তুলে ধরা হয় এই কর্মশালায়। এই মিলন উৎসবের আয়োজক সংস্থা গাছ ও বাগান বিষয়ে আলোচনার পাশাপাশি ছাদ বাগান কিভাবে করা যায়? কি পদ্ধতিতে করলে সাফল্য মেলে সে বিষয়েও আলোকপাত করেন। ইতিমধ্যেই ছাদ বাগান করে যারা সাফল্য পেয়েছেন তাদেরকেও এদিন সম্মানিত করা হয় এই কর্মশালায়। চারপাশে সবুজের আধিপত্য বিস্তারে সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশপ্রেমীরাও। এদিনের গাছেদের মিলন উৎসব ও কর্মশালায় অংশ নেন প্রায় চার হাজারের কাছাকাছি বৃক্ষপ্রেমী মানুষজন। আগামী দিনে যাতে ছাদ বাগান করার অনুমতি সহজেই পাওয়া যায় তা নিয়েও সোচ্চার হন তারা।
advertisement
রুদ্র নারায়ন রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জায়গার অভাব থাকলে ছাদেই করে ফেলুন শখের বাগান,ভাবছেন কীভাবে করবেন!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement