North 24 Parganas News: ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে জেলা পুলিশ ও সাংবাদিকদের হাড্ডাহাড্ডি লড়াই 

Last Updated:

India Bangladesh Border: ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে জেলা পুলিশ ও সাংবাদিকদের হাড্ডাহাড্ডি লড়াই 

প্রীতি ক্রিকেট ম্যাচ
প্রীতি ক্রিকেট ম্যাচ
রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল থানার উদ্যোগে বনগাঁ জেলা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত হল প্রদর্শনী ক্রিকেট খেলা। এদিন উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানার পাগলাগারদ মাঠে খেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার জয়িতা বোস। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি দাস এছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমার বিভিন্ন পত্রপত্র পত্রিকা, টিভি ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।
বনগাঁ প্রেসক্লাব একাদশ বনাম বনগাঁ জেলা পুলিশের খেলা চলল হাড্ডাহাড্ডি লড়াই-এর মধ্যে দিয়ে। প্রদর্শনী ম্যাচকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে অবশেষে খেলায় জয়ী হয় বনগাঁ জেলা পুলিশ দল।
আরও পড়ুন : তেলাপিয়া ভালবাসেন? আস্তাকুঁড়ের এই মাছ কতটা স্বাস্থ্যকর জেনে নিন আগে!
পুলিশ সুপার জয়িতা বোস বলেন, " সাংবাদিকদের সঙ্গে পুলিশের ও সাধারণ মানুষের মেলবন্ধন ঘটাতে বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে ক্রিকেট ম্যাচের আয়োজন। এই খেলার মধ্যে দিয়ে একটা মেলবন্ধন তৈরি করাই মূল লক্ষ্য। এর মাধ্যমে আগামী দিনে সম্প্রীতির বাতাবরণ তৈরির পাশাপাশি পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক তৈরি হবে।"
advertisement
advertisement
আরও পড়ুন : ফিটনেস ফ্রিক করিনার প্রিয় এই আসনগুলো, উপকারিতা জানলে আপনিও মিস করবেন না!
প্রথম থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলে দুপক্ষের লড়াই। ব্যাট বল হাতে খেলতে দেখা যায় আই.সি বনগাঁ সূর্যশংকর মণ্ডল, ওসি গাইঘাটা বলাই ঘোষ সহ অন্যান্য পুলিশ অধিকারীরা। পরবর্তীতে আবারও এই খেলা অনুষ্ঠিত হবে বলেই জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে জেলা পুলিশ ও সাংবাদিকদের হাড্ডাহাড্ডি লড়াই 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement