North 24 Parganas Weather: জেলায় আরও কয়েকদিন মিলতে পারে শীতের আমেজ

Last Updated:

Weather Update: জেলায় আরও কয়েকদিন মিলতে পারে শীতের আমেজ

জেলায় শীতের দাপট
জেলায় শীতের দাপট
#উত্তর ২৪ পরগনা: কয়েক দিন ভোরের দিকে কুয়াশা থাকলেও, মঙ্গলবার সকাল থেকেই জেলায় রোদ-ঝলমল আবহাওয়া। জেলার তাপমাত্রা ইতিমধ্যেই বেশ খানিকটা নীচের দিকেই রয়েছে । আরও কয়েকদিন জেলায় মিলতে পারে কনকনে শীতের আমেজ। এবছর জাঁকিয়ে শীত পরার বিষয় নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে আমজনতার মধ্যে। ট্রেনে বাসে চায়ের দোকানে নানা বিষয়ে আলোচনার মধ্যে উঠে আসছে এখন সেই কথাই।
তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আগামী আরও তিনদিন রাজ্যের পাশাপাশি জেলার রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নিচে নামতে পারে। ফলে আরও কয়েকদিন মিলবে শীতের আমেজ। জেলার তাপমাত্রা নেমে আসতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে। সঙ্গে উত্তরে হাওয়ার তীব্রতাও বাড়বে বলে মনে করা হচ্ছে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
advertisement
advertisement
আরও পড়ুন: Hooghly News: আবাস যোজনার বাড়ির তালিকায় প্রকাশ্যে এল আরামবাগের চেয়ারম্যানের স্ত্রী ও দুই ভাইয়ের নাম 
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কারই থাকবে। তবে ভোরের দিকে হালকা কুয়াশার প্রভাব লক্ষ্য করা যেতে পারে। এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রীর আশেপাশে। যা আরও দু তিন দিন এরকমই থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
advertisement
সকালের দিকে রোদ-ঝলমল আবহাওয়া থাকলেও, সন্ধ্যের দিকে থেকেই টের পাওয়া যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে শীতের চোখ রাঙানি। বিকেলে এরপর থেকেই জেলার নানা প্রান্তে তাপমাত্রা কিছুটা নামতেই রাস্তায় মানুষ জনের ভিড়ে অনেকটাই কমতে শুরু করছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না সাধারণ মানুষ। অনেকেই আগুন পোহাচ্ছেন শীতের হাত থেকে বাঁচতে। তবে এই শীতের আমেজে শুক্রবারের পর থেকেই অনেকটা বদলাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas Weather: জেলায় আরও কয়েকদিন মিলতে পারে শীতের আমেজ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement