Hooghly News: আবাস যোজনার বাড়ির তালিকায় প্রকাশ্যে এল আরামবাগের চেয়ারম্যানের স্ত্রী ও দুই ভাইয়ের নাম 

Last Updated:

চেয়ারম্যানের রয়েছে পাকা দোতলা বাড়ি, গাড়ি সব কিছুই তবুও কেন তাদের নাম তালিকায়, প্রশ্ন করছেন আম জনতা। 

+
চেয়ারম্যান

চেয়ারম্যান সমীর ভান্ডারী

#হুগলি: চেয়ারম্যানের রয়েছে পাকা দু'তলা বাড়ি, গাড়ি সব কিছুই তবুও কেন তাঁদের নাম তালিকায় ? প্রশ্ন করছেন আম জনতা। আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে পঞ্চায়েতগুলোতে। এবার পৌরসভাতেও আবাস দুর্নীতির অভিযোগ। আরামবাগ পৌরসভার চেয়ারম্যানের স্ত্রী ও দুই ভাইয়ের নাম রয়েছে আবাস যোজনা হাউস ফর অল-এর তালিকায়। আর সেই তালিকা সামনে আসতেই শোরগোল আরামবাগে।
তৃনমূল চেয়ারম্যানের পরিবারের সদস্যদের নাম তালিকায় থাকায় হতবাক ওই ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তরা। হাউস ফর অল প্রকল্পের আওতায় রয়েছে দরিদ্র ও পাকা বাড়ি নেই এমন ব্যক্তিদের নাম।কিন্তু উপযুক্ত প্রাপকদের নাম না থাকলেও ওই প্রকল্পে নাম রয়েছে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর স্ত্রী উত্তরা ভান্ডারী ও দুই ভাই বিশ্বজিৎ ও প্রবীর ভান্ডারীর নাম। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রাথমিকে চাকরির নামে লাখ লাখ টাকার প্রতারণার বিরাট অভিযোগ! গ্রেফতার বাংলার শিক্ষক
আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বাড়ি চেয়ারম্যান সমীর ভান্ডারির। একটি দোতলা বাড়িতে থাকেন সপরিবারে। এছাড়াও রয়েছে আরও কয়েকটি বাড়ি। পুরসভা ভোটে হলফনামায় তিনি নিজেই জানিয়েছিলেন, তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২৯ লক্ষ টাকা। তার পরেও আবাস যোজনায় নাম রয়েছে তার স্ত্রী ও ভাইদের। যাঁরা ঘর পাওয়ার উপযুক্ত তাদের নাম বাদ পড়েছে,অথচ কেন চেয়ারম্যান পরিবারের নাম?
advertisement
সেই প্রশ্নই যখন সমীর ভান্ডারিকে করা হয় তিনি বলেন, নাম থাকতে পারে, কিন্তু বাড়ি তো কেউ নেননি। ছবি তোলার জন্য অনেকে অনেক কিছু বলবে। অনেকে মাল পায়নি তাই লাফাচ্ছে।
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: আবাস যোজনার বাড়ির তালিকায় প্রকাশ্যে এল আরামবাগের চেয়ারম্যানের স্ত্রী ও দুই ভাইয়ের নাম 
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement