উত্তর ২৪ পরগনা: কোনও রকম প্রাইভেট টিউটর ছাড়াই সিবিএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে এখন নৈহাটির গর্ব সাগ্নিক দেবনাথ। বাংলা শিক্ষাক্ষেত্রে যেন আরও এক অনন্য নজির গড়ল সাগ্নিক, তেমনটাই মনে করছেন নৈহাটি বাসীরা। সাফল্য ধরা দিতেই খুশির হাওয়া গোটা পরিবারে।
নৈহাটি ঠাকুরপাড়া এলাকার সাগ্নিক ব্যারাকপুরের ভোলানন্দ স্কুলের ছাত্র। এবার মেরিট লিস্ট না বেরোনোয় সাগ্নিক রাজ্যের মধ্যে কোন স্থান অধিকার করেছে তা নির্দিষ্ট না হলেও, মনে করা হচ্ছে প্রথম শাড়িতেই রয়েছে সে। আর তাই ফলাফল সামনে আসতেই উচ্ছ্বসিত গোটা দেবনাথ পরিবার। কৃতি ছাত্র সাগ্নিক জানায়, পড়াশোনার ক্ষেত্রে কোন প্রাইভেট টিউটর ছিল না তার। স্কুলের পড়াই ফলো করতো এবং প্র্যাক্টিক্যাল ক্লাসটা মনোযোগ সহকারে করতো সে। ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে সাগ্নিকের। ছেলের এই সাফল্যে খুশি সাগ্নিকের মা কে দেখা গেল ছেলেকে মিষ্টিমুখ করাতে।
আরও পড়ুন-একাকীত্ব নিত্যদিনের সঙ্গী! বৃদ্ধ বয়সে আর নয়, রাজ্য পুলিশ দিচ্ছে সঙ্গে থাকার বার্তা
আরও পড়ুন-পুকুরে উড়ে গিয়ে পড়ল মানুষ, উদ্ধার ঝলসানো দেহ! এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃত বেড়ে ৯
মিশুকে স্বভাবের সাগ্নিকের সকলের সঙ্গেই রয়েছে সদভাব। প্রসঙ্গত, প্রাইভেট টিউটরের রমরমা বাজার ছড়িয়েছে বর্তমান দুনিয়ায়। এমনও অভিযোগ উঠে আসছে যে স্কুলের শিক্ষকরাই স্কুলে পড়ানোর পাশাপাশি প্রাইভেট টিউশন দিচ্ছেন ছাত্র-ছাত্রীদের। শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর বিরোধিতা জানায় বহু বেকার যুবক-যুবতীরাও। তবে কোনরকম প্রাইভেট টিউশনির ওপর ভরসা না করে সম্পূর্ণ নিজস্ব দক্ষতায় ও স্কুলের শিক্ষকদের সহযোগিতায় সিবিএসসির উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জন করে নজির গড়ল নৈহাটির যুবক সাগ্নিক দেবনাথ।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।