North 24 Parganas News: খাল সংস্কারের নামে গাছ কেটে চলছে পিকনিক! গুরুতর অভিযোগ
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
North 24 Parganas News: খাল সংস্কারের নামে গাছ কেটে চলছে পিকনিক! গুরুতর অভিযোগ। পঞ্চায়েত প্রধান সহ তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, নামেই গাছের দেখভাল হচ্ছে। ইতিমধ্যেই গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে।
উত্তর ২৪ পরগনা: খালের পাশে থাকা গাছ কেটে শাসকদলের ছাত্র সংগঠনের পিকনিকের আয়োজন, পঞ্চায়েত প্রধানের স্বামীর উদ্যোগে! সামনেই পঞ্চায়েত নির্বাচন, শুদ্ধিকরণের কাজে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। কিন্তু আদৌ কি দুর্নীতি মুক্ত হচ্ছে গ্রাম বাংলার পঞ্চায়েত! আবারও প্রকাশ্যে আসল উত্তর ২৪ পরগনা জেলার গুমা এলাকার ২ নম্বর পঞ্চায়েত নিয়ে বিস্তর অভিযোগ। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামীর চেষ্টায় শুরু হয়েছে বিদ্যাধরি খাল সংস্কারের কাজ।
দীর্ঘদিনের পুরনো এই পরিত্যক্ত খাল সংস্কার করার কাজ চলছে জোর কদমে। এই খালের সৌন্দর্য্যয়ন ঘটাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খালের দুই ধারে বসানো হয়েছে চারা গাছ। সেই গাছ গুলি দেখভাল এবং পরিচর্যার দায়িত্বও দেওয়া হয়েছে স্থানীয় পঞ্চায়েতের উপর। অথচ পঞ্চায়েত প্রধান সহ তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, নামেই গাছের দেখভাল হচ্ছে। ইতিমধ্যেই গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এলাকার বহুমূল্যবান গাছ বিক্রি করে সেই টাকায় চলছে দেদার খানাপিনা, বলেই অভিযোগ জানালেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যাধরী খালের পাশে ফাঁকা জায়গায় আয়োজন করা হয়েছিল এই পিকনিকের। এমনকি, পিকনিকের শেষে ওই জায়গা থেকে পাওয়া যায় ভাঙা কাঁচের মদের বোতল বলেও জানান স্থানীয়রা।
advertisement
advertisement
যখন জলাভূমি বাঁচানোর জন্য রাজ্য সরকার এত উদ্যোগী হয়েছে তখন খোদ পঞ্চায়েতের এই ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। প্রসঙ্গত স্থানীয় বাসিন্দাদের দাবি, এই প্রথম নয়, এর আগেও নানান দুর্নীতি হয়েছে। কৃষকদের চাষবাসের জন্য সাবমারসিবল পাম্প দীর্ঘদিন ধরে খারাপ। অথচ অন্যায় ভাবে তাদের কাছ থেকে ওই পাম্পের টাকা নেওয়া হয়েছে। এত অভিযোগের পরেও দলের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার। যদিও শাসকদলের তরফ থেকে বিষয়টির প্রতিবাদ জানিয়ে এলাকায় চলে বিক্ষোভ অবরোধ।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 8:45 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: খাল সংস্কারের নামে গাছ কেটে চলছে পিকনিক! গুরুতর অভিযোগ







