North 24 Parganas News: পুলিশের কাছ থেকে পুজোর উপহার পেলেন হাবরার দুস্থ মানুষেরা

Last Updated:

পুজোর দিনগুলি আনন্দে কাটাতে পুলিশের কাছ থেকে উপহার পেলেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকেরই সামর্থ্য হয়ে ওঠে না নতুন বস্ত্র কেনার।

পুলিশের উপহার প্রদান
পুলিশের উপহার প্রদান
#উত্তর ২৪ পরগনা : পুজোর দিনগুলি আনন্দে কাটাতে পুলিশের কাছ থেকে উপহার পেলেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকেরই সামর্থ্য হয়ে ওঠে না নতুন বস্ত্র কেনার। শারদ উৎসবে তাদের মুখেও যাতে হাসি ফোটে সেই উদ্যোগ গ্রহণ করা হল পুলিশের পক্ষ থেকে। সামনেই দুর্গাপুজো। নতুন জামা কাপড় কেনার ভিড় বিভিন্ন দোকান, বাজারে। বিভিন্ন শপিংমল গুলিতে ঠাসা ভিড় লেগে রয়েছে বর্তমানে। তবে এর মধ্যেও একশ্রেণীর মানুষের মন খারাপ। এর কারণ গত দু'বছর লকডাউনের কারণে অনেকেই নিজের কাজ হারিয়েছেন।
করোনার প্রভাব কাটিয়ে এখনো পর্যন্ত সেই ভাবে ঘুরে দাঁড়াতে পারেননি অনেকে। সেই কারণে এক শ্রেণীর মানুষ এবারের দুর্গাপুজোয় কিনে উঠতে পারেননি নতুন বস্ত্র। এবার তাদের পাশেই দাঁড়ালো জেলা পুলিশ প্রশাসন। নিজেদের বেতনের পয়সা দিয়ে দুস্থ মানুষদের নতুন বস্ত্র কিনে দিলেন হাবরা পুলিশ প্রশাসন। জানা যায় পশ্চিমবঙ্গ পুলিশের ব্যাচ নম্বর ১৬৫/১৯৯৩ গ্রুপের পক্ষ থেকে এবং হাবরা পুলিশের ব্যবস্থাপনায় বানীপুর এলাকার এক আশ্রমে বেশ কিছু দু:স্থ মানুষদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
স্বাভাবিকভাবেই নতুন বস্ত্র হাতে পেয়ে খুশি ক্ষুদে শিশু থেকে বৃদ্ধ মানুষেরা। বেশিরভাগ পুলিশ কর্মীরাই পুজোর সময় তাদের ডিউটি করেন। পুজোয় ঘুরতে বেরোনো তো দূর, তারা তাদের পরিবারের সাথে পর্যন্ত সময় কাটাতে পারেন না। এই সময় তারা ব্যস্ত থাকে পূজোর ভিড় সামাল দেওয়ার জন্য। তবে নিজেরা আনন্দ করতে না পারলেও অন্যের মুখে হাসি ফোটাতে পিছুপা হয়নি জেলা পুলিশ প্রশাসন।
advertisement
আরও পড়ুনঃ যশোর রোডের উপর গাছের মরা ডাল এখন পথচারীদের আতঙ্কের কারণ!
পুলিশের তরফ থেকে উপহার পেয়ে এক বৃদ্ধ জানান, পুলিশ সুখে দুঃখে সব সময় আমাদের পাশে থাকে। পুলিশ আছে বলেই আমরা নিরাপদ ভাবে আমাদের সমাজে ঘরে-বাইরে চলাফেরা করতে পারি নির্ভয়ে। সমাজকে অপরাধ মুক্ত করতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। তবে পুলিশ শুধুমাত্র মানুষ বিপদে পড়লেই সাহায্য করে তা নয়, পুলিশেরাও একাধিক সামাজিক কর্মকাণ্ডে মানুষের পাশে দাঁড়ান বিভিন্ন সময়। তারই এক জ্বলন্ত নিদর্শন পাওয়া গেল হাবরার বানীপুরে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পুলিশের কাছ থেকে পুজোর উপহার পেলেন হাবরার দুস্থ মানুষেরা
Next Article
advertisement
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন,'এখনও বিশ্বাস হচ্ছে না’
  • মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ?

  • লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'

  • অনুনয় সুদের শেষ পোস্ট দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement