বারাসাত: সূর্য যেন তার যাবতীয় রোষ ঢেলে দিচ্ছে এই ধরণীর উপর। তীব্র তাপপ্রবাহ বাংলার রোজের রুটিন হয়ে দাঁড়িয়েছে। সকাল দশটা থেকেই বাইরে বের হওয়া এক প্রকার দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে মানুষের কাছে। এরই মধ্যে নিজেদের কর্তব্য অবিচল ট্রাফিক পুলিশ। যদিও এই চরম আবহাওয়ায় দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরাও যেন অনেকটাই কাহিল। তবুও দায়িত্ব পালনে এতটুকু ঢেলেমি নেই নেই। বরং পথ চলতি মানুষের যাতে অসুবিধা না হয় তাই তাঁদের হাতে জলের বোতল ও ওআরএস তুলে দিতে দেখা গেল ট্রাফিক পুলিশকে।
আরও পড়ুন: বীরভূম প্রায় রক্তশূন্য! রক্তাল্পতায় ভুগছে হাসপাতালগুলো
উত্তর ২৪ পরগনার যশোর রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ চলাচল করেন। এই প্রবল গরমের মধ্যেই স্টিয়ারিং ধরে গাড়িকে সঠিক গন্তব্যে পৌঁছে দেন বাসচালক, লরি চালকরা। তাঁদের হাতেই থাকে বহু মানুষের প্রাণের দায়িত্ব। তাই এই গরমে গাড়ির চালকদের সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। না হলে ঘটতে পারে বড় কোনও দুর্ঘটনা। সেই তাঁদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখেই জলের বোতল তুলে দেওয়া ও ওআরএস খাওয়ানোর এই উদ্যোগ নেয় জেলা পুলিশ।
বুধবার হাবড়া থানার সামনে যশোর রোডে চলাচল করা প্রতিটি গাড়ির চালক থেকে শুরু করে সকল মানুষের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল ও ওআরএস। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর বার্তাও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। অন্যান্য দিন হাবড়া থানার সামনে নাকা চেকিং করে পুলিশ। হেলমেট ছাড়া বাইক চালালেই ধরে নিয়ম মেনে ফাইন করা হয়। কিন্তু এদিন সেখানেই দেখা গেল অন্যরকম ছবি। পুলিশের এই অন্যরকম ভূমিকায় খুশি গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে।
রুদ্রনারায়ণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drinking Water, Police