Panchayat Election 2023: বসিরহাটে আসছেন অভিষেক! তার আগেই তৃণমূলে বিরাট বদল, কী এমন হল...
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Panchayat Election 2023: বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারের আগে বসিরহাটে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান শতাধিক।
বসিরহাট:বেজেছে ভোটের দামামা আর শুরু হয়ে গেছে দলবদল।বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারের আগে বসিরহাটে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান শতাধিক। পঞ্চায়েত সদস্য অঞ্চল সভাপতি সহ কয়েকশো বিজেপি নেতা কর্মী সমর্থক তৃণমূলের যোগদান করলেন।
তৃণমূলে নব জোয়ার কর্মসূচি উপলক্ষ্যে ১২ জুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এবং রাত্রি যাপন করবেন। মিনাখাঁর চৈতল রয়েল ক্লাব সংলগ্ন মাঠে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভা চলছিল চৈতল নেরুলী হাটখোলা এলাকায়। সেই সভা থেকেই ১৫৯ নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য অনিল সরদার এবং ওই বুথের বুথ সভাপতি উত্তম সিং সহ কয়েকশো বিজেপির কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।
advertisement
advertisement
তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাট মহকুমা আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত, মিনাখাঁ ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লা। দলত্যাগী বিজেপি পঞ্চায়েত সদস্য অনিল সরদার বলেন, “বিজেপিতে কাজ করা যাচ্ছে না, শুধু ধর্মীয় বিভাজনের কথা বলা হচ্ছে। এটা মানুষ মন থেকে মেনে নিতে পারছে না। তাই বাধ্য হয়ে দল ত্যাগ করে আজ তৃণমূলে যোগদান করলাম।”
advertisement
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 1:56 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: বসিরহাটে আসছেন অভিষেক! তার আগেই তৃণমূলে বিরাট বদল, কী এমন হল...








