North 24 Parganas News: সরকারি কর্মীকে পিষে দিল ট্রাক, ইচ্ছামতী ব্রিজে মারাত্মক দুর্ঘটনা
- Published by:Sayani Rana
Last Updated:
দুয়ারে সরকারের ক্যাম্প থেকে ফেরার পথে ইছামতী ব্রিজে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় সরকারি কর্মীর।
বসিরহাট: দুয়ারে সরকারের ক্যাম্প থেকে ফেরার পথে ইছামতী ব্রিজে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় সরকারি কর্মীর। ইছামতী ব্রিজের যান নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক সিগন্যাল বসানোর দাবি জানায় মৃতের পরিবার।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের ইছামতি ব্রিজের ঘটনা। বছর পঞ্চাশের তরুণ কুমার ঘোষ কৃষি দফতরের কর্মী ছিলেন। এদিন রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আন্দুলপোতা এলাকায় দুয়ারে সরকারের শিবিরে গিয়েছিলেন সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার জন্য। সন্ধ্যে ছটা নাগাদ বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে সংগ্রামপুর মাঝের পাড়ায় ইছামতী ব্রিজের সন্নিকটে ১৬ চাকার ট্রাকের সামনে পড়ে যান, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
এই ঘটনায় গ্রামবাসিরা ক্ষোভে ফেটে পড়েন। মৃতের পরিবারের দাবি ইছামতী ব্রিজে ট্রাফিক সিগন্যাল পাশাপাশি ট্রাফিক বোর্ড বসাতে হবে বলে দাবি জানান স্থানীয়রা। সরকারি কর্মীর মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে পড়েছে।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 12:24 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সরকারি কর্মীকে পিষে দিল ট্রাক, ইচ্ছামতী ব্রিজে মারাত্মক দুর্ঘটনা