North 24 Parganas News: বিকট শব্দে কেঁপে উঠলো এলাকা! চারিদিকে আগুন! ভয়াবহ ঘটনা ব্যারাকপুরে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
North 24 Parganas News : ভয়াবহ শব্দ! তারপরেই চারিদিকে আগুন! যদিও আগুন আপাতত নিয়ন্ত্রণে! ঠিক কী ঘটেছিল জানুন!
ব্যারাকপুর: উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের মাতারাঙ্গী এলাকায় পিসি কালার গেঞ্জি কারখানায় বয়লার ব্লাস্ট করে আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন ও আধিকারিকরা। কর্মীরা তখন এই মিলে কাজ করছিল হঠাৎই বয়লারটি প্রচন্ড বিস্ফোরণ করে ফেটে যায় বিস্ফোরণের জেরে ছড়িয়ে পড়ে আগুন কারখানার শ্রমিকরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এরপর আগুন ছড়িয়ে পড়লে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন আপাতত নিয়ন্ত্রণে।
দোলের দিনও এই গেঞ্জি কারখানায় আগুন লেগেছিল। দমকলের তিনটে ইঞ্জিন বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছিল আর কয়েকদিন যেতে না যেতেই আর আজ বয়লার ব্লাস্ট। আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। এলাকার মানুষের দাবি এই কারখানার ভেতরে কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ। আগুনে বয়লারটি পুরো ভষ্মীভূত ক্ষয় ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। ঘনঘন আগুন লাগায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে কারখানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকে।
advertisement
advertisement
তাদের দাবি এই কারখানার আগুনে ছাই এবং কেমিক্যালের গন্ধে এলাকায় বসবাস করা তাদের দুষ্কর হয়ে পড়েছে। অবিলম্বে এই কারখানা অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি তোলে তারা। ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ। কারখানা নিরাপত্তা কর্মীরা প্রথমে বাইরের গেট বন্ধ করে রাখলেও উত্তেজিত জনতা গেট ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকে।
advertisement
অরুণ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 8:35 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিকট শব্দে কেঁপে উঠলো এলাকা! চারিদিকে আগুন! ভয়াবহ ঘটনা ব্যারাকপুরে!