North 24 Parganas News: সুন্দরবনে ধান কাটতে আধুনিক প্রযুক্তি, হাতে নয় মেশিনেই কাটা হচ্ছে ধান
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে ১ ঘন্টায় ৬০০ গ্রাম পেট্রোল খরচে ১বিঘা জমির ধান কাটা সম্ভব।
বসিরহাট: সুন্দরবনে ধান কাটতে আধুনিক প্রযুক্তি, হাতে নয় মেশিনেই কাটা হচ্ছে ধান। অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্থ হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশা হয়ে পড়ে। তার উপর এবার ধান কাটার শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ার বেকায়দায় পড়েছে কৃষকরা। তবে ধান কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না। এবার মেশিনের মাধ্যমেই কাটা হচ্ছে ধান। খুশি চাষী কূল।
সুন্দরবন এলাকার কৃষকরা এখন ধান কাটার শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই ধান কাটতে অনিহা প্রকাশ করে ক্ষেতেই পাকা ধান ফেলে রেখেছে। কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে। এমতাবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সংকটে কৃষকদের অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে ১ ঘন্টায় ৬০০ গ্রাম পেট্রোল খরচে ১বিঘা জমির ধান কাটা সম্ভব।
advertisement
advertisement
এমন আধুনিক যন্ত্রে এবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কালিতলা এলাকায় চাষীদের মধ্যে সাড়া পড়ে গেল। রাজ্য সরকারের উদ্যোগে সমবায়ের মাধ্যমে, প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক চাষীদের। চাষের কাজ করতে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি দিল, সেই যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে অল্প ব্যয় মাঠের ফসল অনায়াসে ঘরে তুলতে পারছে। একদিকে বিভিন্ন সাইক্লোনের ফলে মাঠের ফসল মাঠেই নষ্ট হতো।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অন্যদিকে দিনের পর দিন চাষি কুল দেনায় জর্জরিত হতো। তাই তারা এবার বেজায় খুশি।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 3:45 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুন্দরবনে ধান কাটতে আধুনিক প্রযুক্তি, হাতে নয় মেশিনেই কাটা হচ্ছে ধান