North 24 Parganas News: কলকাতা থেকে একটু দূরে! পিকনিকের জন্য এই জায়গা কিন্তু দারুণ, কোথায় জেনে নিন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: কলকাতা শহর থেকে মাত্র দেড় থেকে দু'ঘণ্টার ব্যবধানে এই মনোমুগ্ধকর নিরিবিলি জায়গায় পৌঁছে যেতে পারেন। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের কাছেই আছে এই আমবাগান।
বসিরহাট: শীতে পিকনিকের নতুন ঠিকানা বসিরহাটের দে আমবাগান। শীতের মরশুমে পিকনিক না করলে কি হয়! বন্ধুবান্ধব, পরিবার, অফিস, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে পিকনিক করতে ভালবাসে বাঙালি। সেই কবে থেকেই অলিখিত রেওয়াজ চলছে। নতুন নতুন পিকনিক স্পট, পাড়ার খেলার মাঠ, এমনকি বাড়ির ছাদেও পিকনিক করে থাকে ভালবাসে বাঙালি। শীতের শুরুতেই পিকনিকের জন্য মন ব্যাকুল হয়ে পড়ে। কিন্তু সেই পিকনিকের জন্য দরকার পড়ে সুন্দর স্পট। তবে সেই স্পটটি যদি হয় মনোরম বিশালাকার আমবাগান তবে কেমন হয়!
কলকাতা শহর থেকে মাত্র দেড় থেকে দু’ঘণ্টার ব্যবধানে এই মনোমুগ্ধকর নিরিবিলি জায়গায় পৌঁছে যেতে পারেন। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের কাছেই আছে এই আমবাগান। বসিরহাটের ধলতিথায় অবস্থিত প্রায় ৮০ বিঘা জমির উপর অবস্থিত এই আমবাগানে শীত বাড়তেই দূর দুরান্ত থেকে অনেকেই আসেন পিকনিক করতে।
advertisement
advertisement
বসিরহাটের ধলতিথায় অস্থিত বিশালাকার এই দে আম বাগানের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে আঁকাবাঁকা রাস্তা। রাস্তার দুপাশে আমবাগান ও নির্মল শান্ত পরিবেশ। কাজের ব্যস্ততা শেষে কিংবা অফিসের ছুটি কাটিয়ে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় দেড় ঘণ্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন বসিরহাট স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই ধলতিথা দে আমবাগানে। পরিবার-সহ এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই বাগানে পিকনিক যে অন্য মাত্রা দিতে পারে তা বলা বাহুল্য।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 8:21 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: কলকাতা থেকে একটু দূরে! পিকনিকের জন্য এই জায়গা কিন্তু দারুণ, কোথায় জেনে নিন