advertisement

North 24 Parganas News: দুঃস্থ মানুষদের কাছে তিনি হয়ে উঠেছেন মা, কালীপুজোর থিমে তিনিই, কে তিনি জানুন...

Last Updated:

কালীপুজোর থিমে ফুটে উঠছে ভাগাড়ের মা, কে তিনি জানুন...

+
কালী

কালী পূজার মন্ডপ

#উত্তর ২৪ পরগনা: করোনার সময় থেকে অসহায় দরিদ্র মানুষদের পাশে দেখা গিয়েছে তাকে। লোক চক্ষুর আড়ালেই দুঃস্থ মানুষদের কাছে তিনি হয়ে উঠেছেন মা। ভাগাড়ের মা। যাকে থিম করে সেজে উঠেছে কালীপুজোর মণ্ডপ। স্বামী, সন্তান, সংসার সামলে যিনি হাসি ফোটান অসংখ্য অসহায় গরিব মানুষদের। তিনি হলেন রানাঘাটের পাপিয়া কর।
দুঃস্থ মানুষদের কাছে ভাগাড়ের মা। রাস্তায় কোন বাচ্চা পড়ে রয়েছে দেখলে ছুটে গিয়ে কোলে তুলে নেন আদর করে। যদি খবর পান স্টেশনে অবহেলায় কোন বৃদ্ধ পড়ে রয়েছেন তবে সমস্ত কিছু ফেলে ছুটে যান স্নেহ মাখা হাতে তাকে খাইয়ে দিতে। ফের স্বপ্ন দেখান বেঁচে থাকার। জাতি ধর্ম বিচার না করে এভাবেই ছুটে যান পাপিয়া। তাই কেউ বলেন মা অন্নপূর্ণা আবার কারও কারও কাছে ভাগাড়ের মা আর তাকেই এবার পূজোমন্ডপে তুলে ধরছে হাবরার শ্রীপুর স্পোর্টিং ক্লাব।
advertisement
advertisement
সামাজিক কাজের মধ্যে দিয়েই লড়াই করে চলেছেন পাপিয়া। শুধুমাত্র মানুষকে সাহায্য করার, পাশে থাকার তাগিদেই তিনি নিজের মতো করে কাজ করে যান। লকডাউনের সময় যখন সকলে ঘর বন্দি সেই সময় পাপিয়াই রানাঘাট স্টেশনে খাবার বিলি করতেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। আর তারপরই তার কথা উঠে আসে সংবাদ মাধ্যমের নজরে।
advertisement
তারপরই ক্লাবের উদ্যোক্তারা তার এই বার্তা সমাজে ছড়িয়ে দিতে ভাগাড়ের মা থিমকেই রূপ দেওয়ার পরিকল্পনা করেন। গোটা মণ্ডপ তৈরি করা হয়েছে আস্ত একটা রেলস্টেশন। রয়েছে এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার জন্য ফুট ওভারব্রিজ। এছাড়াও তৈরি করা হচ্ছে টিকিট কাউন্টার চায়ের দোকান, বুক স্টল। হঠাৎ দেখলে এই মন্ডপ কে রেল স্টেশন বলে ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। মন্ডপ জুড়ে পাপিয়ার বিভিন্ন কাজ ফুটিয়ে তোলা হচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দুঃস্থ মানুষদের কাছে তিনি হয়ে উঠেছেন মা, কালীপুজোর থিমে তিনিই, কে তিনি জানুন...
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement