Cyclone Sitrang Alert: কবে, কখন, কোথায় সাইক্লোন সিত্রাং, রইল ঘূর্ণিঝড়ের পুরো গতির আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cyclone Update: আজকের কলকাতার ওয়েদার আপডেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬২ শতাংশ থাকবে৷
#কলকাতা: মৌসুমী বায়ু উত্তর ভারত মহাসাগরে প্রথম সাইক্লোনিক স্টর্ম সিতরং মঙ্গলবার নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে পৌঁছতে পারে৷ এর জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় কালীপুজো ও দিওয়ালির সময় ভারী বৃষ্টির আশঙ্কা ক্রমশ প্রবল হচ্ছে৷ আইএমডি র দেওয়া ওয়েদার আপডেট অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশে ল্যান্ডফলের আগে এই সাইক্লোনিক স্টর্ম ১০০ থেকে ১১০ কিমি গতিতে একটি গভীর সাইক্লোন পরিণত হবে৷ Photo - Windy/ satellite images
advertisement
advertisement
advertisement
মৌসম বিভাগ অনুযায়ী ওয়েদার সিস্টেম পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে৷ শনিবার দক্ষিণ পূর্ব এবং তার সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের খাঁড়িতে একটি ডিপ্রেশনে পরিণত হবে৷ যা উত্তর পশ্চিম দিকে এগোবে৷ রবিবার পূর্ব মধ্য এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের খাঁড়িতে একটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হতে পারে৷ Photo - Windy/ satellite images
advertisement
এরপর সোমবার পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন এলাকায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে সাইক্লোনিক স্টর্ম জোরালো হওয়ার জন্য এবং উত্তরদিকে এগোবে৷ আইএমডি ওয়েদার আপডেট অনুযায়ী সাইক্লোনিক ওয়েদার সিস্টেম মঙ্গলবার ওড়িশার উপকূল পার করবে৷ তারপর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে পৌঁছে যাবে৷ Photo Courtesy- IMD/Weather Update
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন এই সাইক্লোন নিশ্চিতভাবেই বাংলাদেশের দুই ২৪ পরগণা জেলাতে প্রভাব ফেলবে৷ বঙ্গোপসাগরের সমুদ্রের উপরিতলের তাপমাত্রা বেড়ে যাওয়াই সিতরং তৈরির কারণ৷ ওই এলাকায় বৃষ্টি হচ্ছে৷ এই বৃষ্টির কারণে সাইক্লোনের তীব্রতা খানিকটা কমে যেতে পারে৷ জোরে হাওয়া ও ভারী বৃষ্টি ২৪ অক্টোবর হবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে৷
advertisement
এদিকে আজকের কলকাতার ওয়েদার আপডেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬২ শতাংশ থাকবে৷ ফিল লাইক তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস অবধি অনুভূত হতে পারে৷ আকাশ মূলত পরিষ্কার থাকবে৷ রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে যাবে এমনটাই ওয়েদার আপডেটে জানাচ্ছে অ্যাকুওয়েদার৷ Photo Courtesy- Accuweather