T20 WC: বাংলা আশঙ্কায় সিত্রাংয়ের, সিডনিতেও দুর্যোগের আশঙ্কা, ম্যাচ নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

Last Updated:

৯০ শতাংশ অবধি বৃষ্টির  সম্ভাবনা রয়েছে৷ লা নিনার এই প্রভাবের মধ্যেই নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়াও৷

New Zealand take on Australia under rain threat
New Zealand take on Australia under rain threat
#সিডনি: টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-র ম্যাচে শনিবাক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যে হতে চলেছে৷ দুবাইতে ২০২১ -র ফাইনালের রিপ্লে হিসেবে শুরু টুর্নামেন্ট৷ ট্রান্স তাসমিনিনয়ান এই হাড্ডাহাড্ডি লড়াই ক্রিকেট ফ্যানদের অপেক্ষা৷ দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দল পিচ নিজেদের প্ল্যানিং বানানোর পাশাপাশি ,বৃষ্টি নিয়েই খুব জোর চিন্তা৷ এমনকি ৯০ শতাংশ অবধি বৃষ্টির  সম্ভাবনা রয়েছে৷ লা নিনার এই প্রভাবের মধ্যেই নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়াও৷
পিচ ও পরিস্থিতি
শুক্রবার দিনের বেশিরভাগ সময়ে  পিচ কভারের নীচে ছিল৷ ফিঞ্চ এক ফাঁকে পিচ দেখতে পান৷ তিনি জানিয়েছেন শুষ্ক পিচ৷ সিডনিতে বৃষ্টি হলেও তাড়াতাড়ি তা শুকিয়ে ম্যাচ রেডি করার দারুণ ব্যবস্থা রয়েছে৷ দিনের বিভিন্ন সময়ে বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির আশঙ্কা রয়েছে৷
advertisement
Aus vs NZ weather Update -Photo Courtesy- Accuweather Aus vs NZ weather Update -Photo Courtesy- Accuweather
advertisement
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন , ‘‘আমরা পিচও দেখিনি শুক্রবার সকালেই পিচ ঢেকে দেওয়া হয়৷ এখনই আমরা প্লেয়িং ইলেভেন নিয়ে কিছু বলব না৷ কিন্তু যদি ম্যাচ কম ওভারের হয় তাহলে দলে বদলের সম্ভাবনা থাকবে৷ আমাদের অপেক্ষা করতে হবে৷’’
advertisement
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ অনুযায়ী বলেন, ‘‘যদি শনিবার টুর্নামেন্টে যদি প্রথম ম্যাচ কম ওভারের হয় তাহলে চ্যাম্পিয়ন ও আয়োজক দেশ নিজেদর রণনীতি বদলাবে৷ ’’ তিনি আরও বলেন, ‘‘আপনার সবসময়েই সব পরিস্থিতির জন্য অনেক সময় দেন ও চেষ্টা করেন৷ আপনাকে ফ্লেক্সিবেল হতে হবে আর ম্যাচ প্রভাবিত করা বৃষ্টি কতটা প্রভাবিত করবে ? কম ওভারের ম্যাচ হলে দুই দলের ওপরেই প্রভাব পড়বে৷ ’’
advertisement
এদিকে নিউজিল্যান্ড গতবারের রানার্স ৷ কিন্তু তারা মিশ্র রেজাল্টের সঙ্গে এই টুর্নামেন্ট শুরু করবে৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তারা ২-১ জিতেছিল৷ এছাড়া ত্রিদেশীয় সিরিজও জিতেছিল তারা৷ এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ১ বার ও বাংলাদেশের বিরুদ্ধে ২বার জিতেছিল৷ এদিকে ম্যাচে ডেরিল মিশেল খেলতে পারবেন না৷ তিনি এখনও চোটের সঙ্গে লড়ছেন৷ এদিকে লোকি ফার্গুসন ও অ্যাডাম মিত্নেও চোট সারিয়ে সবে সবে ফিরেছেন।
advertisement
এজিকে অস্ট্রেলিয়া- ভারত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেহারলেও পরিস্থিতি এখন আয়ত্তের মধ্যে রয়েছে৷ তাদের কাছে ম্যাথু ওয়েড, জোশ হেজেলউড, অ্যাডাম জাম্পা, টিম ডেভিড এবং ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটাররা রয়েছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
T20 WC: বাংলা আশঙ্কায় সিত্রাংয়ের, সিডনিতেও দুর্যোগের আশঙ্কা, ম্যাচ নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement